দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ জিততে চায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাসেলের ব্যাট দিয়ে ১১ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিলেন ডেভিড
১ ঘন্টা আগে
ওয়েস্ট ইন্ডিজ সফর একেবারেই ভালো যাচ্ছিল না বাংলাদেশের। দুই ম্যাচের টেস্ট সিরিজ হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজও ২-০ ব্যবধানে হেরে যায় তারা। তবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ক্যারিবিয়ানদের ৬ উইকেটে হারায় বাংলাদেশ। দুই ম্যাচের মধ্যে আর এক ম্যাচ জিতলেই সিরিজ জেতা হয়ে যাবে বাংলাদেশের। অবশ্য সিরিজ জেতার জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে নারাজ বাংলাদেশ।
১৩ জুলাই অনুষ্ঠেয় দ্বিতীয় ওয়ানডেতেই ম্যাচ জিততে চায় তামিম ইকবালের দল। ম্যাচের আগে এমনটা জানিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জয় ছাড়া আপাতত কিছুই ভাবছে না বাংলাদেশ।
গণমাধ্যমকে মিরাজ বলেন, ‘আমরা শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে পারব না। যেহেতু আমাদের বড় একটা সুযোগ আছে, দ্বিতীয় ম্যাচ জিতলেই যেহেতু আমরা শান্ত হতে পারব যে আমার সিরিজ জিতেছি। অবশ্যই আমাদের ম্যাচ জিততে হবে, অবশ্যই আমাদের ম্যাচ জেতার জন্যই খেলতে হবে। তবে আরও বেশি ফোকাসড থাকব।’

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় যে সহজ হবে না, এ কথা জানেন মিরাজও। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়া ওয়েস্ট ইন্ডিজও যে দাপটের সঙ্গে ঘুরে দাঁড়াতে চাইবে, এমনটা জানা আছে এই স্পিন অলরাউন্ডারের।
লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন
১৭ ঘন্টা আগে
মিরাজ আরও বলেন, ‘ওরা শক্তভাবে ফিরে আসতে চাইবে। আমরাও চেষ্টা করব ওরা ফিরে আসলেও কীভাবে আসতে পারে, সগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। ইতোমধ্যে আমরা সেগুলো নিয়ে এরই মধ্যে কথা বলেছি।’
‘অধিনায়ক আমাদের সঙ্গে আলোচনা করেছেন এবং আমাদের যে মিটিংয়ে হয়েছে সেখানেও কথা হয়েছে কীভাবে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। দিন শেষে ভালো খেলা গুরুত্বপূর্ণ, সবাই পারফর্ম করা গুরুত্বপূর্ণ। নিজেদের কাজটা করতে পারলেই জিততে পারব।’
সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৪৯ রানে আটকে রাখে বাংলাদেশ। শরিফুল ইসলাম নেন চার উইকেট। মিরাজ নেন তিন উইকেট। ৪১ ওভারের সেই ম্যাচে ৫৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।
মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত থাকেন ৪১ রানে। ৩৭ রান করেন নাজমুল হোসেন শান্ত। ৩৩ রান আসে তামিম ইকবালের ব্যাটে।