ওভালে অনিশ্চিত কোহলি

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আসল সময়েই কোহলির বুদ্ধি খুলে যায়’

২০ জুলাই ২৫
ট্রফি হাতে বিরাট কোহলি ও রজত পাতিদার, ফাইল ফটো

খারাপ সময় যেন পিছু ছাড়ছে না বিরাট কোহলির। লম্বা সময় ধরেই অফ ফর্মে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। যে কারণে জাতীয় দলে তার জায়গা নিয়ে প্রশ্ন তুলছেন বেশ কজন সাবেক ক্রিকেটারও। এবার কোহলির পিছু নিয়েছে ইনজুরির।


কুঁচকির চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে অনিশ্চিত কোহলি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সূত্র দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ।


promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলার সময় কুঁচকিতে চোট পেয়েছিলেন কোহলি। যার ফলে প্রথম ওয়ানডেতে কোহলির খেলা নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। আপাতত ভারতের মেডিকেল বিভাগের পর্যবেক্ষণে রয়েছেন কোহলি। 


আরো পড়ুন

শচিনের সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবেন রুট, বিশ্বাস পোপের

৪৭ মিনিট আগে
জো রুট (বামে) ও শচিন টেন্ডুলকার (ডানে), ফাইল ফটো

ভারতের সাবেক অধিনায়কের চোট নিয়ে বিসিসিআইয়ের একটি সূত্র ক্রিকবাজকে জানান, আপাততদৃষ্টিতে কোহলির চোট গুরুতর নয়। মেডিকেল দল পর্যবেক্ষণ করছে। তার স্ক্যান করানো হয়েছে, স্ক্যানের রিপোর্টের ওপর নির্ভর করছে তার খেলা।


আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), সব জায়গাতেই রানখরায় ভুগছেন কোহলি। বছর দুয়েক আগে রান পেলেও এখন পুরোদমে অফ ফর্মে রয়েছেন তিনি। এতদিন বড় ইনিংস খেলতে না পারলেও রান পাচ্ছিলেন নিয়মিত। তবে সাম্প্রতিক সময়ে কোহলির ব্যাটে যেন মহামারি! টেস্টে নিজের সর্বশেষ ৬ ইনিংসে একবারও হাফ সেঞ্চুরির দেখা পাননি।


কোহলি শেষবার শতকের দেখা পেয়েছিলেন ইডেনে, বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের টেস্টে। সেটাও ২০১৯ সালের নভেম্বরে। সময়ের হিসেবে ৩২ মাস! প্রায় তিন বছরের ব্যবধানে এখন প্রশ্ন উঠছে কোহলির ফর্ম নিয়েও। টেস্টে সর্বশেষ ২২ ইনিংসে কোহলির হাফ সেঞ্চুরির সংখ্যা মাত্র তিনটি। অথচ এই সংস্করণের ক্রিকেটে তার ব্যাটিং গড় এখনও পর্যন্ত ৪৯.৫৩।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball