বিশ্বকাপে পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখছেন ওয়াকার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন

১৭ ঘন্টা আগে
বোলিংয়ের সময় মোহাম্মদ সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভালো সম্ভাবনা দেখছেন ওয়াকার ইউনুস। দেশটির কিংবদন্তি এই পেসার ও কোচের মতে, পারিপার্শ্বিক দিক বিবেচনায় এবার অনেক দলের থেকেই এগিয়ে থাকবে পাকিস্তান।


ওয়াকারের মতে, অস্ট্রেলিয়ার মাটিতে খেলা হওয়ায় আসন্ন এই আসরে ব্যাটাররা বাড়তি সুবিধা ভোগ করবে। আর তাতে করে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দুইয়ে থাকা পাকিস্তানের দুই ব্যাটার ??াবর আজম ও মোহাম্মদ রিজওয়ানরা ভালোই করবেন বলে বিশ্বাস ওয়াকারের।


promotional_ad

এ ছাড়াও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বর্তমানে তৃতীয় স্থানে আছে পাকিস্তান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ খেলে সেমিফাইনালে উঠেছিল দলটি। সবকিছু মিলিয়ে তাই পাকিস্তানকেই ফেভারিট বলছেন ওয়াকার।


তিনি বলেন, ‘এবারের বিশ্বকাপে আমাদের ভালো করার বড় সুযোগ। অস্ট্রেলিয়ার পিচ ব্যাটিংয়ের জন্য খুবই ভালো। পাকিস্তানের ভালো ব্যাটসম্যানও আছে। ওরা ওই কন্ডিশনে ভালো করবে। টপ অর্ডারে বাবরই হবে আমাদের মূল ব্যাটসম্যান। আমি মনে করি, সে বরাবরের মতোই নিজের ছাপ রাখবে। আর রিজওয়ানও তো খুব ভালো খেলছে। আমাদের বোলিংটা তো অন্যতম সেরা।’


‘আমরা গত এক বছরে ছয়–সাতজন ফাস্ট বোলারকে খেলিয়েছি। সবাই ভালো করেছে। আমার মনে হচ্ছে, হারিস রউফ ও শাহিন আফ্রিদিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে হাসান আলীকেও ভুললে চলবে না, সে–ও খুব ভালো বোলার।’


শেষবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমিফাইনাল থেকে বাদ পড়েছিল পাকিস্তান। পরে অবশ্য সেই অস্ট্রেলিয়াই হয়েছিল চ্যাম্পিয়ন। সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে পাকিস্তান। দুই নম্বর গ্রুপে দলটির সঙ্গী বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং প্রথম রাউন্ড পেরিয়ে আসা দুটি দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball