তবুও সিরিজ জিতবে ওয়েস্ট ইন্ডিজ, বলছেন পুরান

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পুরানের মতো আরও ক্রিকেটার ভুল পথে পা বাড়াবেন, ধারণা স্যামির

১১ জুন ২৫
ড্যারেন স্যামি ও নিকোলাস পুরান, সিডব্লিউআই

টেস্ট ও টি-টোয়েন্টিতে না পারলেও ওয়ানডে সিরিজে দুর্দান্ত বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ তিন সিরিজের সবকটিতেই জয় পেয়েছে টাইগাররা। ২০২১ সালে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলেও ২০১৮ সালে হওয়া দুটি সিরিজে বাংলাদেশ জয় পেয়েছে ২-১ ব্যবধানে। চলতি বছর প্রথম ওয়ানডেতে জয় পাওয়ায় সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। 


প্রথম ম্যাচ হেরে পিছিয়ে থাকলেও ওয়েস্ট ইন্ডিজই সিরিজ জিতবে বলে মনে করেন নিকোলাস পুরান। সিরিজের প্রথম ওয়ানডে শেষে এমনটা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। পুরান মনে করেন, পরের ম্যাচের ভালো পরিকল্পনা করে ঘুরে দাঁড়াবেন তারা।


promotional_ad

এ প্রসঙ্গে পুরান বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমরা শেষ কয়েকটি ওয়ানডে সিরিজে হেরেছি। তবে আমার মনে হয় ১-০-তে পিছিয়ে থাকলেও এই সিরিজটা আমরা জিতব। আমরা আগামীকাল আজকের ম্যাচটা নিয়ে ভেবে দেখব। পরশুর জন্য ভালো পরিকল্পনা করব এবং অবশ্যই ঘুরে দাঁড়াব।’


আরো পড়ুন

রাসেলের ব্যাট দিয়ে ১১ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিলেন ডেভিড

১ ঘন্টা আগে
টিম ডেভিড, ফাইল ফটো

সিরিজের প্রথম ওয়ানডে হারের জন্য ব্যাটারদের দায় দিচ্ছেন পুরান। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জানিয়েছেন, তারা স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলতে পারেননি। টস হেরে ব্যাটিং করতে নেমে মেহেদি হাসান মিরাজ ও শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৪৯ রানে আটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। 


মিরাজ ও নাসুম আহমেদ দুর্দান্ত বোলিং করলেও সুবিধা করতে পারেননি আকেল হোসেন ও গুড়াকেশ মোতিরা। এদিকে ১৭৫ রান করতে পারলে ম্যাচটা আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হতো বলে মনে করেন পুরান। বাংলাদেশের সঙ্গে হারের পর ঘুরে দাঁড়ানোকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।


পুরান বলেন, ‘স্কোরবোর্ডে অবশ্যই যথেষ্ট রান তুলতে পারিনি। ১৭৫ রানের মতো যদি করতে পারতাম, তাহলে ম্যাচটা কোনদিকে যেত সেটা দেখার বিষয় ছিল। পাওয়াত প্লে-তে আমরা ভালো ব্যাটিং করিনি। স্পিনাররা উইকেট নিতে পারেনি। তবে এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আমাদের খুঁজে নিতে হবে কীভাবে আমরা ওয়ানডেটা খেলব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball