ভারত–বিশ্ব একাদশ ম্যাচ আয়োজন করবে বিসিসিআই

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শচিনের সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবেন রুট, বিশ্বাস পোপের
৩৪ মিনিট আগে
ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উপলক্ষে ভারত ও বিশ্ব একাদশের মধ্যকার একটি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে ভারতীয় সরকার। এরই মধ্যে তারা এই প্রস্তাব জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে।
বিষয়টি বেশ গুরুত্বসহকারেই দেখছে বিসিসিআই। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ আগস্ট মাঠে গড়াতে পারে এই ম্যাচটি। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। তদের সূত্র অনুযায়ী ভারত তাদের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ হিসেবে পালন করছে।

সেই আয়োজনের অংশ হিসেবেই একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করতে চায় দেশটির সরকার। বিশ্ব একাদশের হয়ে কারা কারা খেলতে পারবেন এই বিষয়টি খতিয়ে দেখছে বিসিসিআই। খেলোয়াড়দের পাওয়া গেলেই পরবর্তী পরিকল্পনা শুরু করবেন তারা।
ভারতকে রাজি করিয়ে বুলবুল বললেন, ‘ক্রিকেটের স্বার্থে সবাই যোগ দিচ্ছে’
২৩ জুলাই ২৫
এ প্রসঙ্গে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, ‘আমরা ২২ আগস্ট ভারতীয় একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে ক্রিকেট ম্যাচ আয়োজনে সরকারের কাছ থেকে প্রস্তাব পেয়েছি। বিশ্ব একাদশের জন্য অন্তত ১৩–১৪ খেলোয়াড় দরকার। খেলোয়াড় পাওয়া যাবে কি না, আমরা সেটিই খতিয়ে দেখছি।’
আগস্টের শেষদিকে ক্রিকেটার পাওয়াই বড় চ্যালেঞ্জ হবে, কারণ এই সময় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আসর চলবে। ইংল্যান্ডেরও ঘরোয়া মৌসুমের খেলা চলবে। বিসিসিআইয়ের সূত্রমতে তারা ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ দিয়ে হলেও এই ম্যাচ আয়োজন করতে চায়।
বিশ্ব একাদশের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে ২০১৮ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচটি আয়োজিত হয়েছিল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হারিকেনে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল গঠনে। এর আগে ২০১৭ সালে পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বিশ্ব একাদশ।