জয়ের কৃতিত্ব বোলারদের দিলেন তামিম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তানজিদ-ইমনদের ছক্কায় মুগ্ধ তামিম
২২ জুলাই ২৫
টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজে হারের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের প্রথম জয় এসেছে ওয়ানডেতে এসে। গায়ানায় ক্যারিবিয়ানদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে শুভ সূচনা করেছে তামিম ইকবালের দল। যেখানে বড় অবদান বোলারদের। ম্যাচ শেষে তাই শরিফুল ইসলাম-মেহেদি হাসান মিরাজদের কৃতিত্ব দিতে ভুলেননি তামিম।
গায়ানায় টস জিতে শুরুতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে দেরি হয় খানিকটা। যার ফলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪১ ওভারে। অভিষিক্ত নাসুম আহমেদ বাংলাদেশের বোলিং ইনিংসের ওপেন করেন। পরের ওভারে বোলিং এসে প্রথম বলেই উইকেট নেন মোস্তাফিজুর রহমান।

এরপর নিয়মিত দুই স্পিনার নাসুম আর মিরাজ মিলে চেপে ধরেন ক্যারিবিয়ান ব্যাটারদের। এই দুইজনের স্পিনের সঙ্গে শরিফুলের চার উইকেট সবমিলিয়ে একশো পেরোনোর আগেই সাত উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ৪১ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে ক্যারিবিয়ানরা।
লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন
১৮ ঘন্টা আগে
তামিম বলেন, 'বোলাররা যেভাবে বল করেছে…কখনও কখনও এই ধরনের উইকেটে, যেখানে অনেক সহায়তা আছে, বোলাররা এখানে বেশি লোভী হয়ে উঠতে পারে। তবে আমরা তা হইনি, এটা জরুরি ব্যাপার ছিল। মিরাজ ও পেসাররা দারুণ বোলিং করেছে। যদিও অনেক টার্ন করছিল উইকেটে, এখানেই আমাদের একজন পেসার চার উইকেট নিয়েছে, সে-ই মূলত আমাদের ম্যাচে ফিরিয়েছে। সব মিলিয়ে তাই খুবই তৃপ্তিদায়ক।'
গতকালের ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয়েছে নাসুমের। অভিষেকেই নিজের জাত চিনিয়েছেন এই স্পিনার। ইনিংস ওপেন করার দায়িত্ব দেয়া হয়েছিল তাকে, অধিনায়ককে হতাশ করেননি তিনি। দারুণ মিতব্যায়ী বোলিং করেছেন পাওয়ার প্লেতে, যা চাপ তৈরি করেছে ক্যারিবিয়ানদের উপর।
তামিম বলেন, 'সে দারুণ বোলিং বল করেছে। অসাধারণ ছিল সে। প্রথম ওভারে তাকে বোলিং দিয়েছিলাম, আমাকে হতাশ করেনি সে। টি-টোয়েন্টিতে সে ভালো করেই আসছে বেশ কিছুদিন ধরে। আজকেও দুর্দান্ত করেছে।'