একই মানুষের হাত থেকে ক্যাচ পড়ছে, এটা ভালো নয়: তামিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন

১৭ ঘন্টা আগে
বোলিংয়ের সময় মোহাম্মদ সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

টেস্ট এবং টি–টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই এলো স্বস্তির জয়। এই জয় প্রশান্তি দিলেও দুশ্চিন্তামুক্ত করতে পারছে না বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবালকে।


প্রভিডেন্স স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ নিজেদের নবম উইকেট হারিয়েছিল ১১০ রানে। এমন অবস্থায় তাদের দ্রুত গুটিয়ে দেয়াই ছিল বাংলাদেশের লক্ষ্য। তবে একের পর এক ক্যাচ মিসে ক্যারিবীয়দের শেষ উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ।


promotional_ad

এর ফলে টাইগারদের লক্ষ্যটা গিয়ে দাঁড়িয়েছিল ১৫০ রানে। ম্যাচ শেষে ফিল্ডিং নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন তামিম। তিনি মনে করেন দ্রুত এই সমস্যা থেকে বের হয়ে আসা উচিত বাংলাদেশের। একই ফিল্ডাররা ক্যাচ মিস করছেন। এই বিষয়টিকে অশনি সংকেত হিসেবেই দেখছেন তিনি।


আরো পড়ুন

রাসেলের ব্যাট দিয়ে ১১ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিলেন ডেভিড

১ ঘন্টা আগে
টিম ডেভিড, ফাইল ফটো

তামিম বলেন, ‘ভালো দলের বিপক্ষে এই ক্যাচগুলো ছাড়াটা মূল্যবান হয়ে দাঁড়াবে। অধিনায়ক হওয়ার পর থেকেই বলছি, এটা নিয়ে আমি চিন্তিত। এটা বন্ধ হতে হবে, কমে আসতে হবে। ক্যাচগুলো ধরলে আমরা হয়তো এ ম্যাচে ১১৫ রান তাড়া করতাম। সমস্যা কোথায় খুঁজে বের করতে হবে । বারবার দেখবেন একই মানুষের হাত থেকে ক্যাচ পড়ছে, এটা ভালো নয়।’


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ নিয়ে টানা ৯টি ওয়ানডে জিতল বাংলাদেশ। তবুও তামিম মনে করেন তাদের বিপক্ষে সিরিজ জেতাটা সহজ ব্যাপার হবে না। টাইগার অধিনায়কের ভাষ্য, ‘ভালো লাগছে যে ওয়েস্ট ইন্ডিজে প্রথম ম্যাচ জিততে পারলাম। তবে বলব না এটা সহজ। আমাদের যদি জিততে হয় সেরা খেলাটাই খেলতে হবে। তারা যে ভালো দল, বিপজ্জনক দল, এটা টেস্ট এবং টি–টোয়েন্টিতেই প্রমাণ করেছে।’


টেস্ট ও টি-টোয়েন্টিতেও ভালো খেলার চেষ্টা থাকলেও ফলাফল পক্ষ না আসায় আক্ষেপ করেছেন তামিম। তিনি বলেন, ‘ওয়ানডেতে আমাদের তিন–চারজন খেলোয়াড় আছে যারা অনেক অভিজ্ঞ। আমি এমন বলব না যে আমার সংস্করণে আমরা ভালো খেলছি, অন্য সংস্করণে খেলছি না। কারণ আমিও ওই ড্রেসিংরুমে থাকি। আমি টেস্ট সিরিজে খেলেছি। টি–টোয়েন্টি দলে না থাকলেও জানি সবাই সেরাটা দেয়ারই চেষ্টা করেছে। ফলাফলটাই শুধু আমাদের পক্ষে আসেনি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball