বিজয়কে রেখে কেন একাদশে শান্ত, ব্যাখ্যা দিলেন তামিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তানজিদ-ইমনদের ছক্কায় মুগ্ধ তামিম

২২ জুলাই ২৫
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম ও তামিম ইকবাল

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফর্ম করে আবারও জাতীয় দলে ফিরেছেন এনামুল বিজয়। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট আর টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই খেলেছেন। তবে যেই ফরম্যাটের পারফরম্যান্স দেখে তাকে দলে ডাকা হয়েছে সেই ওয়ানডেতে এসেই একাদশে সুযোগ হলো না তার। তামিম ইকবালের মতে, দলের নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবেই বিজয়কে রেখে নাজমুল হোসেন শান্তকে খেলানো হয়েছে।


টেস্ট এবং টি-টোয়েন্টির চেয়ে ওয়ানডেতে বিজয়ের খেলার সম্ভাবনা ছিল বেশি। সেটা শুধু তার ডিপিএলের পারফরম্যান্সের জন্য নয়, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের বিশ্রামে থাকা এবং ইয়াসির আলি রাব্বির ছিটকে যাওয়া সবমিলিয়ে টপ অর্ডারের তিন ব্যাটারের অনুপস্থিতিতে সম্ভাবনা ছিল তার।


promotional_ad

অবশ্য টিম ম্যানেজমেন্ট এখানে সুযোগ দিয়েছে শান্তকে। কারণ বিজয়ের আগে থেকেই পাইপলাইনে ছিলেন শান্ত। যার ফলে সুযোগ আসলে শান্তকেই আগে বিবেচনা করেছেন তারা বলে জানিয়েছেন তামিম। বাংলাদেশের অধিয়ান্যক মনে করেন তাদের এমন সিদ্ধান্ত পুরোপুরি সঠিক ছিল।


আরো পড়ুন

লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন

১৭ ঘন্টা আগে
বোলিংয়ের সময় মোহাম্মদ সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

তামিম বলেন, 'আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি এই কারণে যে... দেখুন, এনামুল বিজয় অবশ্যই দারুণ একটি ঘরোয়া মৌসুম কাটিয়েছে। মাত্র দলে এসেছে। আজকে যদি শান্তর জায়গায় বিজয়কে নিতাম, তাহলে শান্ত যে গত তিন সিরিজ ধরে ছিল, ওই নির্বাচনটা ছিল ভুল। শান্তকে কেন তিন সিরিজ ধরে নিয়ে আসছি? যখনই সুযোগ আসবে, শান্তরই এগিয়ে থাকার কথা বিজয়ের চেয়ে।'


দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আর তামিম, বরাবরই দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাছাড়া সাম্প্রতিক সময়ে ইয়াসিরও দুর্দান্ত ফর্মে আছেন। এই তিনজন ব্যাটারের অনুপস্থিতিতে বেশ বেগ পেতে হয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে। যা ম্যাচ শেষে শোনা গেছে বাংলাদেশের অধিনায়কের কণ্ঠেও।


তামিম বলেন, 'আমার ১১ জনের তিন জনই ছিল না, তিন-চার-পাঁচ নম্বর ব্যাটসম্যান, ইয়াসির রাব্বিসহ, কাজটা তাই কঠিন ছিল। ওই তিন জন খুবই গুরুত্বপূর্ণ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball