নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ক্রিকেট ছাড়লেন দুই দেশের হয়ে টেস্ট খেলা পিটার মুর

১১ জুলাই ২৫
ক্রিকেট ছাড়লেন দুই দেশের হয়ে টেস্ট খেলা পিটার মুর, ফাইল ফটো

নিউজ্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে সিরিজের স্কোয়াড থেকে কোনো পরিবর্তন করা হয়নি। সেই সিরিজের ১৪ জন ক্রিকেটারকেই রাখা হয়েছে কিউইদের বিপক্ষে সিরিজেও।


ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে দারুণ পারফরম্যান্সের করেছিল আইরিশরা। দলের বেশিরভাগ ক্রিকেটারই নির্বাচকদের প্রত্যাশা পূরণের চেষ্টা করেছেন। মূলত এ কারণেই আসন্ন সিরিজেও একই ক্রিকেটারদের উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।


promotional_ad

ভারতের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলেও ক্রিকেটারদের পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল। প্রতম টি-টোয়েন্টিতে বৃষ্টি বিঘ্নিত ১২ ওভারের ম্যাচে ৭ উইকেটে হেরেছিল আয়ারল্যান্ড। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ বল পর্যন্ত লড়াই করেছে আইরিশরা। এই ম্যাচে তারা হেরেছিল মাত্র ৪ রানের ব্যবধানে।


আরো পড়ুন

সাউথ আফ্রিকার জেতা ম্যাচ কেড়ে নিয়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

১২ ঘন্টা আগে
নিউজিল্যান্ড ক্রিকেট

ক্রিকেট আয়ারল্যান্ডের নির্বাচকদের চেয়ারম্যান এ্যান্ড্রু হোয়াইট বলেন, 'স্বাভাবিকভাবেই, ভারতের বিপক্ষে ভালো পারফর্ম করা খেলোয়াড়দের উপর আস্থা রেখেছে নির্বাচকরা। গত সপ্তাহের দুর্দান্ত পারফরম্যান্স থেকে খেলোয়াড়দের আত্মবিশ্বাস নেয়া উচিত। আমরা আশা করি, তাদের পারফরম্যান্সে আরও বেশি ধারাবাহিকতা আসবে।


আগামী ১০ জুলাই শুরু হবে দুই দলের মাঠের লড়াই। শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। ১৮ জুলাই, ২০ জুলাই এবং ২২ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।


আয়ারল্যান্ড স্কোয়াড: অ্যান্ডু বালবার্নি, মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেনি, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রেইন, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, পল স্টার্লিং, হ্যারি টেকটর, লোরকান টাকার, ক্রেইগ ইয়ং।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball