মোসাদ্দেককে বোলিংয়ে না আনার কারণ জানালেন মাহমুদউল্লাহ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মোসাদ্দেককে ‘সরি’ বলেছেন প্রধান নির্বাচক

৯ জুলাই ২৫
গাজী আশরাফ হোসেন লিপু ও মোসাদ্দেক হোসেন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এক ওভার বোলিং করে এক উইকেট নেন মোসাদ্দেক হোসেন। দারুণ ছন্দে থাকা এই মোসাদ্দেককে এরপর আর বলই দেননি মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে তার হাতে বল না তুলে দেয়ার কারণ জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।


চোট পাওয়া মুনিম শাহরিয়ারের জায়গায় দ্বিতীয় ম্যাচে খেলার সুযোগ মিলে মোসাদ্দেকের। সুযোগ পেয়ে সেটা নিজের প্রথম ওভারেই কাজে লাগান এই স্পিন বোলিং অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজ দলপতি নিকোলাস পুরানকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় ক???েন তিনি।


সেই ওভারে আর রানই দেননি তিনি। পুরো ম্যাচে মোসাদ্দেক হোসেনের বোলিং ফিগার ১-১-০-১। কিন্তু ব্র্যান্ডন কিং ও নিকোলাস পুরান ৭৪ রানের সেই জুটি ভাঙার পর আর বলই হাতে পাননি তিনি।


promotional_ad

তার প্রান্ত থেকে নতুন স্পেল শুরু করেন মুস্তাফিজুর রহমান। সেই ওভারের পরই বাংলাদেশের বোলারদের ওপর চওড়া হন রভম্যান পাওয়েল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানা গেল, দুজন ডানহাতি ব্যাটার উইকেটে থাকায় ডানহাতি কোনো স্পিনারকে বোলিংয়ে আনেননি মাহমুদউল্লাহ।


আরো পড়ুন

আরও কিছুদিন খেলতে বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ

১৫ ঘন্টা আগে
ফাইল ছবি

বাংলাদেশের অধিনায়ক বলেন, 'মোসাদ্দেককে অবশ্যই বোলিং করাতাম। তবে রভম্যান পাওয়েল যখন ব্যাটিংয়ে ছিল, দুজনই ডানহাতি ব্যাটসম্যান ছিল, ওই পাশে ছোটও ছিল (সীমানা), এজন্য ঝুঁকিটা নেইনি।'


'ওই সময় তাসকিনকে বোলিংয়ে আনি, আরেক পাশ থেকে সাকিব বোলিং করছিল। সাকিবকেও কিছুটা পরে বোলিংয়ে আনি, যেহেতু পুরান (বাঁহাতি) ব্যাটিং করছিল। তবে আমার মনে হয় রভম্যান পাওয়েল অসাধারণ ব্যাটিং করেছে। সে ম্যাচ আমাদের কাছ থেকে বের করে নিয়ে গেছে।'


ম্যাচটিতে ২৮ বলে অপরাজিত ৬১ রান করেন পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজ করে পাঁচ উইকেটে ১৯৩ রান। বাংলাদেশ করে ছয় উইকেটে ১৫৮ রান। সফরকারীরা ম্যাচ হারে ৩৫ রানের ব্যবধানে।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball