'মাসুদের ব্যাটিংয়ে উন্নতির পেছনে বড় ভূমিকা আর্থারের'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন রিজওয়ান-শান মাসুদ

৯ জুন ২৫
শান মাসুদ (বামে) ও মোহাম্মদ রিজওয়ান (ডানে)

কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ারের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন শান মাসুদ। এর ফলে তিনি সুযোগ পেয়ছেন শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের টেস্ট দলে। ব্যাট হাতে তার এমন ধারাবাহিকতার পেছনে বড় কৃতিত্ব আছে ডার্বিশায়ারের প্রধান কোচ মিকি আর্থারের এমনটাই মনে করেন তিনি।


এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাত ম্যাচ খেলে ১১ ইনিংসে ৯৯১ রান করেছেন মাসুদ। আসরে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে আছেন এই পাকিস্তানি ব্যাটার। প্রথম এশিয়ান হিসেবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে করছেন ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরির রেকর্ডও।


promotional_ad

ভাইটালিটি ব্লাস্টেও ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন তিনি। ১১ ম্যাচে করেছেন ৪২৩ রান। এই মৌসুমের শুরু থেকেই ডার্বিশায়ারকে কোচিং করাচ্ছেন আর্থার। তাই এই সময়ে তার থেকে অনেক কিছুই শিখেছেন মাসুদ। আর্থারকে কোচ হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন এই টপ অর্ডার ব্যাটার।


মাসুদ বলেন, 'এমন কাউকে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি, যিনি আমাকে স্বচ্ছ ধারণা দেন এবং যত যাইহোক আমি সেখানেই থাকতে চাই। তিনি (আর্থার) সবসময়ই এমন মানুষ যিনি খেলোয়াড়দের জন্য এগিয়ে আসেন, খেলোয়াড়দের ভালোবাসেন এবং খেলোয়াড়দের ভালোমতো ম্যানেজ করতে পারেন। আমার মতে, তিনি কাউন্টি ক্রিকেটকে অন্য এক লেভেলে নিয়ে গেছেন।'


খেলাটাকে উপভোগ করেন বলে নিজের পারফরম্যান্সের উন্নতি হয়েছে বলে মনে করেন মাসুদ। অতীত এবং ভবিষ্যৎ নিয়ে কোনো দুঃশ্চিন্তা করেন না পাকিস্তানের এই টপ অর্ডার ব্যাটার।


তিনি বলেন, 'শেষ দুই বছরে, বিশেষ করে অক্টোবর থেকে আমি স্বাধীনভাবে ক্রিকেট খেলতে শুরু করেছি। আমি সেখানে যাই এবং উপভোগ করি। যেখানে অতীত ও ভবিষ্যৎ নিয়ে কোনো দুঃশ্চিন্তা করি না এবং এটাই আমাকে সাহায্য করেছে। আমি যা চেষ্টা করি তা হলো এটাকে খেলা হিসেবে দেখি, এক সেশন কাটিয়ে দিই এবং শুধু বর্তমানেই থাকতে চাই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball