উইলিয়ামসনকে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শ ডুলের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কিউইদের জিম্বাবুয়ে সফরে নেই উইলিয়ামসন
৮ জুলাই ২৫
নিউজিল্যান্ডকে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতিয়েছিলেন কেন উইলিয়ামসন। সেই উইলিয়ামসনকেই টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন সাইমন ডুল। ডুলের মতে, শুধুমাত্র ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব চালিয়ে যাওয়া উচিত উইলিয়ামসনের।
টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পরে নিউজিল্যান্ডের হয়ে কয়েকটি সিরিজে খেলা হয়নি কেন উইলিয়ামসনের। কনুইয়ের ইনজুরির কারণে মাঠে নামা হয়নি তার। উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়ে থাকেন টম লাথাম।
সেই লাথামকেই নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক হিসেবে চান ডুল। জনপ্রিয় এই ধারাভাষ্যকারের এমনটা চাওয়ার কারণ, উইলিয়ামসনের সাম্প্রতিক অফ-ফর্ম। আইপিএলের আগ থেকেই ব্যাটে রানের দেখা পাচ্ছেন না উইলিয়ামসন।

ডুল বলেন, 'কেন উইলিয়ামসন কতদিন থাকবেন এটা আমি জানি না। কোনও বিতর্ক ছাড়াই স্যার রিচার্ড হ্যাডলির পর সে ইতিহাসের অসাধারণ এক ক্রিকেটার। সে বিশ্বমানের এবং সবচাইতে সেরা ক্রিকেটার হিসেবে আমি তাকেই দেখতে চাইব। এমনকি এতে যদি তার টেস্ট নেতৃত্ব ছাড়া লাগে তবুও! আমার মনে হয় তার এমনটাই করা উচিত।'
ব্রেভিস-লিন্ডেদের কাজ কঠিন করতে চেয়েছিলেন হেনরি
২৭ জুলাই ২৫
'সে মিডিয়াকে দেখানোর জন্য কিছুই করে না। সে এমন মানুষ নয়। সত্যিকার অর্থেই সে ক্রিকেট ভালোবাসে। খেলা নিয়েই পড়ে থাকে, গবেষণা করে। তিন ফরম্যাটে সে টিকবে কীভাবে সেটাও জানি না। আমি চাইব সে যেন শুধুমাত্র নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক থাকে।'
এখন পর্যন্ত নিউজিল্যান্ডকে ৩৬ টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন উইলিয়ামসন। এ সময়ে কিউইদের ২১টি ম্যাচে জিতিয়েছেন তিনি। হারের মুখ দেখেছেন ৯টি ম্যাচে।