দেশের জন্য খেলতে গিয়ে চোটে পড়তেই পারি: তাসকিন

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সব অভিযোগ মিথ্যা, আমি কাউকে কিছু করিনি: তাসকিন

২৮ জুলাই ২৫
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন তাসকিন, ক্রিকফ্রেঞ্জি (ফাইল ছবি)

অভিষেকেই গতির ঝড় তোলা তাসকিন আহমেদ সময়ের সঙ্গে চোট আর ফিটনেসের কারণে ধার হারাতে বসেছিলেন। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের শেষের দিকে ছিটকে যান জাতীয় দল থেকে। সুযোগ পাননি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও।


দল থেকে বাদ পড়ার পরও দমে যাননি, বরং নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন। ফিটনেসে উন্নতির পাশাপাশি বোলিংয়ে গতি বাড়িয়েছেন। দলে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তাসকিন। তবে আবারও চোটে পড়েছেন ডানহাতি এই পেসার। তাসকিন মনে করেন, দেশের জন্য খেলতে গেলে চোটে পড়তেই হতে পারি।


promotional_ad

মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তাসকিন বলেন, ‘যেকোনো সময় যেকোন মুহূর্তে ইনজুরি হতে পারে। আপনিও এখন হাঁটতে গিয়ে পা মচকায়ে পড়ে যেতে পারেন (হাসি)। তো এইটা আসলে ভয় পেয়ে লাভ নাই, ইনজুরি হতেই পারে।’


আরো পড়ুন

হাথুরুসিংহেকে কোনো ক্রিকেটারই বিশ্বাস করতে পারত না: সোহান

১১ ঘন্টা আগে
চান্ডিকা হাথুরুসিংহে ও নুরুল হাসান সোহান

‘যখন খেলতে নামব শতভাগ দিয়েই চেষ্টা করব। ইনজুরি হলে রিহ্যাব করে আবার (ফিরে) আসব। এটা হতেই পারে। এখন প্রশ্ন যদি এমন হয়, আপনি কেন বারবার চোটে পড়েন.....। দেশের জন্য খেলতে গিয়ে চোটে পড়তেই পারি। হলে আবার চেষ্টা করব এইটাই।’


ইনজুরি কাটিয়ে ফেরার পর থেকে তিন ফরম্যাটেই নিয়মিত খেলছেন তাসকিন। তবে সাম্প্রতিক সময়ে পেসারদের ইনজুরির প্রবণতা কমাতে বিশ্রাম দিয়ে খেলাচ্ছে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। বাংলাদেশে অবশ্য এখনও এমন প্রক্রিয়া চালু হয়ে উঠেনি। তাসকিন জানিয়েছেন, তিনি সব ফরম্যাটেই খেলতে চান। তবে সেটা করতে না পারলে নিজে থেকেই জানিয়ে দেবেন বলে জানান ডানহাতি এই পেসার।


তাসকিন বলেন, ‘আমি সব ফরম্যাট খেলতে চাই ভাই, সব ফরম্যাট। যদি কখনও দেখি পারছি না, তখন বলব। কিন্তু এখন আসলে মনে হয় না। এখন আসলে ফিট হয়ে ভালো মতো খেলার সঠিক সময়। আমার স্বপ্ন আসলে বিশ্বমানের হতে চাই। এখনও আসলে ঐ সময় আসে নাই যে আমার বিশ্রাম প্রয়োজন। যদি কখনও মনে হয় না ম্যানেজ করতে পারছি না তখন, কিন্তু এখনও ঐ সময় হয় নাই৷’


‘আসলে প্রত্যেকটা সিরিজই কঠিন। চোটে থাকি আর না থাকি। এটাও চ্যালেঞ্জ, চ্যালঞ্জ নিতেই হবে। ওভাবেই এগোব। দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ রাখেন। হাতে যা আছে তার পুরোটা দেব। এরপর ইনজুরি হলেও নিজেকে বোঝানো যায় আমি নিজের পুরোটা দিয়েছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball