promotional_ad

আইপিএলের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগাবেন লিভিংস্টোন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘ম্যাক্সওয়েল-লিভিংস্টোন কেবল ছুটি কাটাতে আইপিএলে আসে’

২১ এপ্রিল ২৫
গ্লেন ম্যাক্সওয়েল (বামে) ও লিয়াম লিভিংস্টোন (ডানে)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অভিজ্ঞতা ভারত বিশ্বকাপে কাজে লাগাতে চান লিয়াম লিভিংস্টোন। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে গেল আসরে দুর্দান্ত খেলেছেন ইংল্যান্ডের এই ব্যাটার।


২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত আইপিএলে ৯ ইনিংসে ১৪ গড় এবং ১২৫ স্ট্রাইক রেটে ১১২ রান করেন লিভিংস্টোন। এরপরেও শেষবারের মেগা নিলামে তাকে সাড়ে ১১ কোটি রুপিতে দলে ভেড়ায় কিংস ইলেভেন পাঞ্জাব।


promotional_ad

দু'হাত খুলে লিভিংস্টোন সেটার প্রতিদানও দিয়েছেন। গেল আসরে ১৮২.০৮ স্ট্রাইক রেটে ৪৩৭ রান করেন তিনি। বল হাতেও নেন গুরুত্বপূর্ণ সব উইকেট। সবমিলিয়ে এবারের আইপিএল তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেকখানি। এমন অভিজ্ঞতা ২০২৩ বিশ্বকাপে কাজে লাগাতে চান এই হার্ড-হিটার ব্যাটার।


আরো পড়ুন

সেরা দুইয়ে থাকলে লাভের সঙ্গে লসও হবে বেঙ্গালুরুর

৫ ঘন্টা আগে
কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে আলোচনায় রজত পাতিদার ও বিরাট কোহলি

লিভিংস্টোন বলেন, 'স্পষ্ট একটি ভূমিকা থাকা ছিল গুরুত্বপূর্ণ। আমরা ওখানে গিয়ে আইপিএল খেলি যাতে ওই পরিবেশ ও কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হতে পারি, দিনশেষে যা কাজে লাগছে ইংল্যান্ডের জন্য আগামী বছরের বিশ্বকাপে। বিশ্বকাপের আগে যে কোনো ধরনের অভিজ্ঞতা হওয়াই দারুণ ব্যাপার। আমি তাই উপভোগই করেছি। আইপিএলে ভালো করে বোঝাটা সরিয়ে দিতে পেরে ভালো লাগছে।'


'সত্যি বলতে, আগের বছরগুলোর চেয়ে আর বেশি খারাপ করার কিছু তো ছিল না! ওখান থেকে কেবল ভালোই হতে পারত। তবে আগে সুযোগও খুব বেশি পাইনি। আর কথা বলার লোকের তো অভাব নেই। যাহোক, এটা বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট, এখানে ভালো করতে পেরে ভালো লাগছে।'


ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে খেলেছেন লিভিংস্টোন। এই পাঁচ ম্যাচে তার স্ট্রাইক রেট ১৫৪.৩৪। নিঃসন্দেহে ভারতে তার আগ্রাসী ব্যাটিং কাজে লাগাতে চাইবে ইংল্যান্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball