ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ডু প্লেসিকে জাতীয় দলে না পেয়ে হতাশ স্মিথ

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডু প্লেসির চোটে কপাল খুলল জেসন রয়ের

১১ জুলাই ২৫
দ্য হান্ড্রেড

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে দক্ষিণ আফ্রিকা। চলতি বছরের অক্টোবরে মাঠে গড়াবে আরও একটি ২০ ওভারের বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ শুরুর মাস চারেক বাকি থাকলেও এখনও নিজেদের সেরা একাদশ বেছে নিতে পারেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।


ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগী হওয়ায় এমন বিপাকে পড়তে হচ্ছে বলে মনে করেন গ্রায়েম স্মিথ। নিজেদের সেরা একাদশ বেছে নিতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) বেগ পোহাতে হয় না বলে দাবি করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক। কারণ ভারতের কেউ অন্য দেশের লিগে খেলে না।


promotional_ad

স্টার স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে স্মিথ বলেন, ‘দক্ষিণ আফ্রিকা একটি সমীকরণ খুঁজে পেয়েছে যেখানে তাদেরকে বেছে নিতে হবে যে সেরা একাদশ কোনটি। ফাফ ডু প্লেসি এখনও ফিট, সে দীর্ঘ (টেস্ট) ফরম্যাট থেকে অবসর নিয়েছে। এটা এমন একটা চালেঞ্জে যেটা ভারতের মুখোমুখি হতে হয় না।’


আরো পড়ুন

আইসিসি হল অব ফেমে ধোনি-হেইডেন-স্মিথ-আমলা

১০ জুন ২৫
আইসিসির হল অব ফেমে মহেন্দ্র সিং ধোনি, ম্যাথু হেইডেন , গ্রায়েম স্মিথ, ড্যানিয়েল ভেট্টোরি, হাশিম আমলা, সারাহ টেলর ও সানা মীর, আইসিসি

‘ক্রিকেটাররা বিশ্বজুড়ে লিগ খেলছে। বিশ্বকাপে খেলতে সে দক্ষিণ আফ্রিকাকে কতটা সময় দিতে পারবে। তারা (দক্ষিণ আফ্রিকা) কি সরাসরি বিশ্বকাপ দলে নেবে নাকি সে দলের অংশ হবে এবং দলের সংস্কৃতি, ভাবনা এবং প্রস্তুতি বুঝবে। ভারত এসব চ্যালেঞ্জের মুখোমুখি হয় না, তবে অন্য দেশগুলোর জন্য এটা কঠিন।’


আইপিএলের এবারের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন ডু প্লেসি। দলকে ফাইনালে তুলতে না পারলেও প্লে অফ খেলেছে বেঙ্গালুরু। দলটির হয়ে এবারের মৌসুমে ৪৬৮ রান করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক। এমন পারফরম্যান্সের পর ডু প্লেসিকে দলে পেতে চাইলেও সেটা যে কঠিন তা মনে করিয়ে দিয়েছেন স্মিথ। 


তিনি বলেন, ‘আমরা জানি ডু প্লেসির সামর্থ্য আছে। তবে দলকে ঠিক করতে হবে যে তাকে দলে কতটা সময় দিতে হবে। হয়তো সে জীবনের এমন পর্যায়ে আছে যে সে লিগ খেলেই খুশি। সে হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে, সে হয়তো সেখানেই থাকতে চায়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball