স্যামসনের অধারাবাহিকতার কারণ জানালেন গাভাস্কার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কেরালা লিগে ইতিহাস সেরা দামে ব্লু টাইগার্সে স্যামসন

৫ জুলাই ২৫
সাঞ্জু স্যামসন, ফাইল ফটো

ব্যাটিং টেকনিক কিংবা সামর্থ্য সবই আছে, তারপরও আন্তর্জাতিক ক্রিকেটে থিতু হতে পারছেন না সাঞ্জু স্যামসন। এমনকি ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে ধারবাহিক হলেও ভারতের জার্সিতে তার উল্টো চিত্র এই টপ অর্ডার ব্যাটারের। মূলত শট নির্বাচনে ভুল করার কারণেই জাতীয় দলে ধারবাহিক হতে পারছেন না স্যামসন এমনটাই ধারণা সুনীল গাভস্কারের।


২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন স্যামসন। আর ভারতের জার্সিতে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এ বছরের ফেব্রুয়ারীতে শ্রীলঙ্কার বিপক্ষে। প্রায় সাত বছরের দীর্ঘ ক্যারিয়ারে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোটে ১৩টি।


promotional_ad

তিনি যে কয়টি ম্যাচে সুযোগ পেয়েছেন সেখানে তিনি নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার গড় মোটে ১৪.৫০। অথচ তিনিই কি না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমেও প্রায় ২৯ গড়ে ৪৫৮ রান করেছেন তিনি।


আরো পড়ুন

মাঠ কর্মীর সঙ্গে বাগবিতণ্ডায় গম্ভীর, ব্যাখ্যা দিল টিম ম্যানেজমেন্ট

১০ ঘন্টা আগে
ফোর্টিস লি ও গৌতম গম্ভীর

গাভাস্কার বলেন, 'প্রত্যেকেরই আরও বেশি সুযোগ প্রাপ্য, তবে আপনাকে তাদের থেকে সেরাটা বের করে আনতে হবে। আমরা সবাই জানি যে, সাঞ্জু স্যামসনের দক্ষতা আছে, কিন্তু সমস্যা হল ভারতের হয়ে খেলার সময় তার শট নির্বাচন (ভুল হয়)।'


স্বভাবতই হার্ড হিটার ব্যাটার স্যামসন। তবে দলের প্রয়োজনে লম্বা ইনিংসও খেলতে পারেন। বিশেষ করে আইপিএলে বেশ কিছু বড় ইনিংস আছে তার। গাভাস্কার মনে করেন, টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের স্কোয়াডে কার্যকর হতে পারেন এই টপ অর্ডার ব্যাটার।


গাভাস্কার বলেন, 'সে প্রথম বল থেকেই আক্রমণ করতে চায়, এমনকি টি-টোয়েন্টিতেও, এখানে আপনি তাকে কাজে লাগাতে পারেন, এখানে তাকে দেখার সুযোগ রয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball