৩০০ উইকেটের মাইলফলক ছুঁতে চান রোচ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আবারও সারেতে ফিরলেন কেমার রোচ

২৮ মার্চ ২৫
গতবছরও সারের হয়ে খেলেছেন কেমার রোচ

ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেটে তিনশ উইকেট নিতে চান কেমার রোচ। আরও অন্তত দুই থেকে তিন বছর এই ফরম্যাটে খেলতে চান তিনি। এরই মাঝে ২৪৯টি উইকেট শিকার করেছেন ৩৩ বছর বয়সী এই পেসার।


এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেটে তিন শতাধিক উইকেট পেয়েছেন কেবল চার জন বোলার। তারা হলেন কোর্টনি ওয়ালশ (৫১৯ উইকেট), স্যার কার্টলি অ্যামব্রোস (৪০৫), ম্যালকম মার্শাল (৩৭৬) ও ল্যান্স গিবস (৩০৯)।


promotional_ad

এই কিংবদন্তিদের ভিড়ে জায়গা করে নিতে চান রোচ। বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজে শুরুর দিকে খেলার কথা ছিল না রোচের। কিন্তু ইনজুরি কাটিয়ে শেষমুহূর্তে ঠিকই দলে জায়গা করে নেন রোচ। অ্যান্টিগা টেস্টে নেন সাত উইকেট।


আরো পড়ুন

৫-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারাবো প্রত্যাশা করিনি: মার্শ

২৯ জুলাই ২৫
আউট হয়ে ফিরছেন মিচেল মার্শ, ফাইল ফটো

নিজের লক্ষ্য নিয়ে রোচ বলেন, 'আমি তিনশ টেস্ট উইকেট পেতে চাই। এখন আমার উইকেট সংখ্যা ২৪৯। এখনও আমার মাঝে ২-৩ বছরের ক্রিকেট বাকি আছে। আমি পরিসংখ্যানে অনেক চোখ রাখি। আমার নিজের পরিসংখ্যান ভালোবাসি।'


'আমি প্রতিরাতেই নিজের পরিসংখ্যান দেখি। আমি যদি না-ও খেলি, তাহলেও আমার পরিসংখ্যান দেখি। আর তাই কিংবদন্তিদের কাতারে জায়গা করে নিতে ভালোই লাগবে। যেভাবে আমি ক্যারিয়ার শুরু করেছি, তা নিয়ে আমি গর্বিত।'


৭২ টেস্ট ম্যাচে ১৩০ ইনিংসে বোলিং করেছেন রোচ। ক্যারিয়ারে পাঁচ উইকেটের দেখা পেয়েছেন দশ বার। দশ উইকেটের দেখা পেয়েছেন একবার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডেতে ১২৫ ও টি-টোয়েন্টিতে ১০ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball