এটা আমাদের দিন ছিল: জোসেফ

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
আম্পায়ারের সঙ্গে অশালীন আচরণ করায় জোসেফের শাস্তি
১০ ডিসেম্বর ২৪
অ্যান্টিগায় শুরুতে পেসাররা বড় সুইং পাবেন, উইকেট মন্থর হবে, ব্যাটারদের কঠিন পরীক্ষা দিতে হবে এসব কিছুই প্রত্যাশিত ছিল। তাই বলে এক সেশনে ছয় উইকেট নেই! টপ অর্ডারের চার ব্যাটারের মধ্যে তিনজনের ডাক। বাংলাদেশের এমন বাজে শুরুর বিপরীতে ক্যারিবিয়ানদের উড়ন্ত সূচণা। আলজারি জোসেফের মতে, এই দিনটা তাদের ছিল।
অ্যান্টিগা টেস্টের প্রথমদিনেই অলআউট হয়েছে বাংলাদেশ। স্কোরবোর্ডে মাত্র ১০৩ রান তুলতে পেরেছে সাকিবের দল। স্বীকৃত চার ব্যাটারসহ দলের মোট ছয় জন ব্যাটার আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই, অর্থাৎ শুন্য রানে।

ইনিংস সর্বোচ্চ ৫১ রান করেছেন অধিনায়ক সাকিব নিজেই। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল দুজন। শুরুতে তামিম করেন ২৯ রান। তাছাড়া ইনফর্ম লিটন দাসও ১২ রানের বেশি করতে পারেননি।
৫-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারাবো প্রত্যাশা করিনি: মার্শ
২৯ জুলাই ২৫
জোসেফ বলেন, 'এটা খুবই ভালো (পারফরম্যান্স)। আপনি যখন বোলিং করে কোনো দলকে প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট করে দিবেন, এটা আপনার জন্য ভালো দিন। এটা আদর্শ না, তবে এটাই কাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমরা এখানে কাজটা ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি।'
অ্যান্টিগার উইকেট আর কন্ডিশন সবই পেসারদের বাড়তি সহযোগিতা করেছে। আর তা ষোল আনাই কাজে লাগিয়েছে ক্যারিবিয়ান পেসাররা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বাংলাদেশের প্রথম ইনিংসে তিনটি করে উইকেট পেয়েছেন জেইডেন সিলস এবং আলজারি জোসেফ। দুটি করে উইকেট নিয়েছেন কেমার রোচ এবং কাইল মেয়ার্স।
জোসেফ বএলন, 'উইকেটে প্রচুর আর্দ্রতা ছিল, টস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। উইকেট কিছুটা কঠিন ছিল তাই আপনাকে এর সঙ্গে কিছুটা মানিয়ে নিতে হবে, কিছুটা সময় নিতে হবে কারণ এটি বেশ ধীর গতির (উইকেট) ছিল।'