promotional_ad

বিষ্ণইকে ভবিষ্যতের মহাতারকা মানছেন রশিদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের ক্রিকেটের পরবর্তী সময়ের মহাতারকা হবেন রবি বিষ্ণই, এমনটাই ভবিষ্যদ্বাণী করলেন সময়ের সেরা লেগস্পিনার রশিদ খান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুবাদে বিষ্ণইর সঙ্গে বেশ কয়েকবার আলোচনা হয়েছে রশিদের। আর তাতেই ২১ বছর বয়সী এই লেগিকে মনে ধরেছে রশিদের।


আরো পড়ুন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে গিল-থিকশানা, পেছালেন বাবর-রশিদ

১৯ ফেব্রুয়ারি ২৫
শুভমান গিল ও মাহিশ থিকশানা

এবারের আসরে ১৪ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন বিষ্ণই। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বেশ কয়েকটি জয়ে অবদান রেখেছেন ভারতের এই তরুণ লেগ-স্পিনার। গুজরাট টাইটান্সের হয়ে খেলা রশিদের কাছ থেকে বিভিন্ন সময়ে পরামর্শও নিয়েছেন এই তরুণ।


রশিদ বলেন, 'বিষ্ণই দারুণ এক তরুণ প্রতিভা। তার সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে আমার। সামনের দিনগুলোতে সে ভারতের বড় তারকা হবে। যে যদি তার দক্ষতায় বিশ্বাস করে, সেগুলো বারবার চর্চা করতে থাকে, সে অবশ্যই ভারতের বড় একজন বোলার হবে।'


promotional_ad

এদিকে বর্তমান সময়ে ভারতের সেরা লেগি হিসেবে যুবেন্দ্র চাহালের নাম জানিয়েছেন রশিদ। আইপিএলে এই মৌসুমের আগে টানা বেশ কয়েক বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন চাহাল।


আরো পড়ুন

ব্যাটে-বলে ভালো শুরু পেয়েও ছন্দ হারিয়ে ইংল্যান্ডের সিরিজ হার

১ ফেব্রুয়ারি ২৫
বল হাতে ইংল্যান্ডকে আটকে দিয়েছেন হার্শিত রানা, রবি বিষ্ণইরা

অন্যান্য ভেন্যুর তুলনায় বেঙ্গালুরুর হোম ভেন্যু চিন্নাস্বোয়ামী স্টেডিয়াম তুলনামূলক ছোটো হওয়ায় সেখানে স্পিনারদের বল করা কিছুটা ঝুঁকিপূর্ণ। কেননা, সেখানে প্রায়ই খরুচে বোলিং করে ফেলে স্পিনাররা। এমন ভেন্যুতে বছরের পর বছর সাফল্যের সঙ্গে বোলিং করে গেছেন চাহাল। এতেই মুগ্ধ রশিদ।


তিনি আরও বলেন, 'অবশ্যই (চাহাল বর্তমানের সেরা)। ভারত ও বেঙ্গালুরুর হয়ে সে যেভাবে পারফর্ম করেছে, সে অবশ্যই সেরা স্পিনার। ভারত এবং বেঙ্গালুরুর হয়ে কঠিন ওভারগুলোতে সে বল করে থাকে। যা অবশ্যই অনেক কঠিন। বেঙ্গালুরুতে সে অনেক ম্যাচ খেলেছে। সেই মাঠটি ছোটো হলেও সেখানে সে নিজের দক্ষতা ভালোভাবেই দেখিয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball