promotional_ad

আফগানিস্তানের ব্যাটিং কোচের দায়িত্বে ইউনিস খান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ

৭ মে ২৫
সেদিকউল্লাহ অটল ও হ্যারি ব্রুক

আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউনিস খান। যদিও এখনই তাকে পূর্ণ মেয়াদে দায়িত্ব দিচ্ছে না আফগানরা। আপাতত আরব আমিরাতে ক্যাম্পের জন্যই তাকে নিয়োগ দেয়া হয়েছে।


আফগানিস্তানের ক্ষমতায় এখন তালেবানরা। এর ফলে অনেক ক্রিকেটারই এখন আরব আমিরাতে বসবাস শুরু করেছেন। এর ফলে প্রস্তুতির জন্যও আরব আমিরাতকেই বেছে নিয়েছে তারা। এর আগে আফগানিস্তানের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইউনিসের স্বদেশী উমর গুল।


promotional_ad

আগামী ৪ এপ্রিল আবুধাবিতে আফগানিস্তানের ক্যাম্পে তার যোগ দেয়ার কথা রয়েছে। এর আগে পাকিস্তান সুপার লিগ, কাশ্মীর প্রিমিয়ার লিগ ও লঙ্কা প্রিমিয়ার লিগে কোচিং করানোর অভিজ্ঞতা আছে গুলের। এবারই প্রথম কোনো জাতীয় দলের কোচিং করাতে যাচ্ছেন তিনি।


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের মেন্টর ইউনিস খান

৮ জানুয়ারি ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে আফগান শিবিরে যোগ দিলেন ইউনিস খান, ফাইল ফটো

এদিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান এক বিবৃতিতে জানিয়েছেন ইউনিস ও গুলের অন্তর্ভূক্তি তাদের অনেক সহায়তা করবে। এই দুজন কিংবদন্তির কাছ থেকে আফগান দলে ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারবেন বলে আশাবাদী তিনি।


এ প্রসঙ্গে নাসিব খান বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত ক্যাম্প প্রয়োজনীয় বিভাগে পর্যাপ্ত অনুশীলন করার দারুণ এক সুযোগ খেলোয়াড়দের জন্য। ভবিষ্যৎ প্রতিযোগিতার জন্য, পূর্ণ প্রস্তুত হওয়ার জন্য দারুণ সুযোগ। ইউনিস খান ও উমর গুলের আন্তর্জাতিক ক্রিকেটের সমৃদ্ধ অভিজ্ঞতা আছে। আমি নিশ্চিত, ব্যাটিং ও বোলিংয়ের বিভিন্ন সমস্যা সমাধানে আমাদের ছেলেদের তাঁরা অনেক সাহায্য করতে পারবেন।’


এর আগে আফগানিস্তান তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ডের সাবেক ব্যাটার গ্রাহাম থর্পকে। আফগানিস্তানের বর্তমান ব্যস্ততা আয়ারল্যান্ড সফর নিয়ে। এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে জুলাইয়ে আইরিশদের দেশে যাবে আফগানিস্তান। এরপর সেপ্টেম্বরে এশিয়া কাপ আর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball