কাব্যিক সেঞ্চুরিতে সিডন্সের মনও ছুঁয়েছেন জয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

১১ রানে ফাহাদের ৪ উইকেট, চট্টগ্রামের জয় ১০ উইকেটে

১৪ ডিসেম্বর ২৪
১১ রানে ৪ উইকেট নিয়ে চট্টগ্রামের জয়ের নায়ক ফাহাদ হোসেন, ক্রিকফ্রেঞ্জি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে দারুণ এক শতক হাঁকিয়েছেন মাহমুদুল হাসান জয়। তরুণ এই ওপেনারের সেঞ্চুরি মন ছুঁয়েছে বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্সের। তৃতীয় দিন শেষে জয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সিডন্স।


১৩৭ রানের অসাধারণ ইনিংসটি খেলার পথে জয় খেলেছেন ৩২৬ বল। ডুয়ান অলিভিয়ের, সাইমন হার্মার, কেশভ মহারাজ, লিজাড উইলিয়ামসদের চতুর্মুখী আক্রমণ সামলে ৪৪২ মিনিট উইকেটে ছিলেন জয়, এটাও মুগ্ধ করেছে সিডন্সকে।


promotional_ad

তিনি বলেন, 'মাস দুয়েক হলো আমি দলের সঙ্গে আছি। সে শুরুতেই আমার নজর কাড়ে প্রতিভা এবং ওয়ার্ক এথিক দিয়ে, ব্যাটিংয়ে তার ধৈর্য ও নিজের খেলা নিয়ে কাজ করার নিবেদন দিয়ে। আজকের ইনিংসটা গড়া ধৈর্য আর পরিকল্পনা দিয়ে। বাড়তি কিছু চেষ্টা করেনি সে।'


'যেটুকু জানে, সেটুকুতেই আটকে রেখেছে নিজেকে। নিজের আওতার বাইরে কোনো উচ্চভিলাসী শটের টেষ্টা সে করেনি। সে যেভাবে ব্যাট করেছে, আমরা সবাই তাতে গর্বিত। ইনিংসজুড়ে ব্যাট করা বাংলাদেশের জন্য স্পেশাল কিছু। আমি নিশ্চিত নই, টেস্ট ক্রিকেটে এর চেয়ে ভালো ইনিংস বাংলাদেশের খুব বেশি আছে কিনা।'


২১ বছর বয়সী জয়ের এটা ছিল ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ম্যাচ। আর তাতেই সেঞ্চুরি তুলে নিলেন তিনি। দেশের প্রথম ব্যাটার হিসেবে এশিয়ার দেশগুলোর বাইরে কমপক্ষে ৩০০ বল খেলার কীর্তিও গড়েন তিনি।


জয়ের এমন নিবেদনের ঝলক অবশ্য আগেও দেখেছে ক্রিকেটবিশ্ব। বছরের শুরুতে (জানুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে ২২৮ বলে ৭৮ রানের অনবদ্য এক ইনিংস খেলেছিলেন জয়। সেই ইনিংসে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball