আফগানিস্তানের প্রধান কোচ গ্রাহাম থর্প

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারত না পারলে এশিয়া কাপের সময় আইপিএল করতে চায় ইংল্যান্ড
১০ মে ২৫দুই বছর আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালনের পর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছিলেন ল্যান্স ক্লুজনার। এরপর দলটির অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন স্টুয়ার্ট ল।
এবার পূর্ণকালীন প্রধান কোচ হিসেবে গ্রাহাম থর্পকে দায়িত্ব দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ ব্যর্থতার পর যেন নতুন রূপে সাজার পরিকল্পনায় নেমেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ৪-০ ব্যবধানে সিরিজ হারার মাস খানেকের মাথায় পদত্যাগ করেছিলেন ইংল্যান্ড পুরুষ দলের ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস ও প্রধান কোচ ক্রিস সিলভারউড।
তাদের পদত্যাগের রেশ কাটতে না কাটতেই পদত্যাগ করেছিলেন দলটির সহকারী কোচ থর্প। ইংল্যান্ডের সহকারী কোচের দায়িত্ব ছাড়ার পর রশিদ খান-মোহাম্মদ নবিদের দায়িত্ব নিয়েছেন তিনি।
ইংল্যান্ডের হয়ে ১৯৯৩-২০০৫ পর্যন্ত ১০০টি টেস্ট খেলেছেন থর্প। আফগানদের পূর্ণকালীন কোচ হিসেবে কাজ করবেন ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার। এক দশকের বেশি সময় ধরে ইংল্যান্ডের সহকারী কোচ হিসেবে ছিলেন থর্প।