বাংলাদেশ আর আগের মতো নেই, বলছেন এলগারও

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশকে সম্মান করি, ওরা টি-টোয়েন্টির নতুন ধাঁচে মানিয়ে নিয়েছে: ডেসকাট

১০ ঘন্টা আগে
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি

ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে হেরেছে দক্ষিণ আফ্রিকা। এবার টেস্ট সিরিজেও প্রোটিয়াদের কঠিন সময় উপহার দেয়ার জন্য তৈরি হচ্ছে মুমিনুল হকের দল। 


সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ডিন এলগারও মনে করেন যে বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ হবে। বাংলাদেশ দল আর আগের মতো নেই বলেও মনে করিয়ে দিয়েছেন তিনি।


promotional_ad

এলগার বলেছেন, 'আমরা জানি বাংলাদেশ এখন আর আগের মতো দল নেই। এই নতুন দলটি পশ্চিমা কোচদের নিয়ে পরিপূর্ণ। দক্ষিণ আফ্রিকায় কীভাবে খেলতে হবে সেই ব্যাপারে অবশ্যই দলটির মানসিকতা বদলে দিয়েছে। একটি ভালো প্রতিযোগীতা হতে চলেছে।'


এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে এক ঝাঁক ক্রিকেটার বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্রিকেটে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আইপিএলের জন্য এই সিরিজে নেই কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা ও এনরিক নরকিয়ার মতো তারকারা।


এই ক্রিকেটারদের নিয়ে কদিন আগেই কড়া সমালোচনা করেছিলেন এলগার। এবার জানিয়েছেন যারা সুযোগ পাচ্ছেন তাদের জন্য এটা সেরা সুযোগ। যে ক্রিকেটাররা উপলব্ধ আছেন তাদের নিয়েই সেরা দল সাজাতে আশাবাদী প্রোটিয়া অধিনায়ক।


এ প্রসঙ্গে এলগার বলেন, 'তারা এখানে আমাদের সাথে নেই এবং পরবর্তী সেরা যারা আছে তাদের নিয়েই আমাদের দল সাজাতে হবে। আমি এখনও বেশ আত্মবিশ্বাসী। আমাদের অনেক টেস্ট ক্রিকেটার নেই তবে যারা সুযোগ পাচ্ছে এটা তাদের সেরা সুযোগ। সেই সঙ্গে দলের বাইরে থাকা ক্রিকেটারদেরও চাপে ফেলার সুযোগ রয়েছে তাদের।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball