অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাজশাহীর হয়ে বিপিএলে খেলতে আসছেন হারিস
২২ ডিসেম্বর ২৪
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে দুই ফরম্যাটের দলেই প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি এবং উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ হারিস।
সর্বশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম এবং উইকেটকিপার ব্যাটার সরফরাজ আহমেদ। এদিকে কদিন আগে শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে সুযোগ পেলেন তারা দুজন।

পিএসএলের এবারের আসরে মুলতান সুলতানসের হয়ে মাত্র ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন ২০ বছর বয়সি বাঁহাতি এই স্পিনার। এদিকে ১৮৬.৫ স্ট্রাইক রেটে ৫ ম্যাচে ১৬৬ রান করেছেন উইকেটকিপার ব্যাটার হারিস। পারফর্ম করেছেন পাকিস্তান কাপেও।
ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আসিফ আফ্রিদি, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলি, ইফতেখার আহমেদ, ইমাম উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সৌদ সাকিল, শাহিন শাহ আফ্রিদি, শাহনেয়াজ দাহানি এবং উসমান কাদির।
টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আফ্রিদি, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলি, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি এবং উসমান কাদির।