‘দক্ষিণ আফ্রিকায় এক ম্যাচ জেতাও বড় অর্জন হবে’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই জাদেজার চেয়ে সাকিব এগিয়ে: মঈন

২০ সেপ্টেম্বর ২৫
রবীন্দ্র জাদেজা (বামে), সাকিব আল হাসান (ডানে), ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকার মাটিতে বিবর্ণ বাংলাদেশের পারফরম্যান্স। প্রোটিয়াদের মাটিতে ১৪ ওয়ানডে ও ৬ টেস্টের সবকটিতেই হেরেছে টাইগাররা। টি-টোয়েন্টিতে অবশ্য জয় আছ একটি। যদিও সেটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নয়। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ।


এরপরের সাত টি-টোয়েন্টির সবকটিতেই হার সফরকারীদের। প্রোটিয়াদের মাটিতে বাংলাদেশের এমন বিবর্ণ পারফরম্যান্স ভালো করেই জানা সাকিব আল হাসানের। তবুও দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের প্রত্যাশা করছেন বাংলাদেশের অলরাউন্ডার। তবে একটি জিততে ম্যাচ জিততে পারলেই বড় অর্জন হবে বলে মনে করেন তিনি।


দক্ষিণ আফ্রিকার বিমান ধরার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব বলেন, ‘প্রত্যাশা তো থাকবে যেন আমরা জিততে পারি। সিরিজ জিততে পারলে খুবই ভালো। তবে একটা ম্যাচও যদি জিততে পারি, আমার মনে হয় খুব ভালো একটা অর্জন হবে। পুরো দলেরই একই রকম লক্ষ্য থাকবে।’


promotional_ad

‘কতটা সাফল্য আছে (আগে), সেটা গুরুত্বপূর্ণ নয়। আমরা কতটুকু করতে পারব, সেটা গুরুত্বপূর্ণ। দলীয় বা ব্যক্তিগতভাবে ওখানে আমরা খুব বেশি কিছু কেউই করতে পারিনি আশানুরূপভাবে। এটা পরিবর্তন করার সুযোগ আমাদের আছে। সেটাই আমরা চেষ্টা করব।’


আরো পড়ুন

বাংলাদেশকে সম্মান করি, ওরা টি-টোয়েন্টির নতুন ধাঁচে মানিয়ে নিয়েছে: ডেসকাট

২ ঘন্টা আগে
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি

ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। গত কয়েক বছরে বাংলাদেশের সবচেয়ে চিন্তার জায়গা ফিল্ডিং। ক্যাচ মিসের মহড়ায় ম্যাচও হাতছাড়া করতে হয়েছে টাইগারদের।


দক্ষিণ আফ্রিকায় ভালো করতে হলে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং- তিন বিভাগেই ভালো করতে হবে বলে জানিয়েছেন সাকিব। ফরম্যাট যেটাই হোক না কেন ঘরের মাঠে প্রোটিয়ারা কতটা শক্তিশালী সেটাও মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার।


সাকিব বলেন, ‘ওখানে শেষ সিরিজ যেটা হয়েছে ভারতের সঙ্গে, দক্ষিণ আফ্রিকা খুবই ভালো খেলেছে। ওরা তিনটি ম্যাচই জিতেছে। আমাদের জন্য নিশ্চয়ই চ্যালেঞ্জ আছে। আমাদের বোলিং বিভাগে খুব ভালো করতে হবে। আমরা দেশের মাঠে ভালো বোলিং করি, কিন্ত বাইরের সিরিজে সবসময় বোলিং বিভাগে ভুগতে হয়।’


‘সেই জায়গায় উন্নতির জায়গা আছে আমি মনে করি। পাশাপাশি আমাদের ব্যাটিং ভালো করতে হবে। বড় মাঠে আমাদের ফিল্ডিংটাও এক্সপোজ হয় অনেক সময়। তিন বিভাগেই অনেক ভালো করতে হবে ওদের সঙ্গে ভালো করতে হলে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball