করাচিতে সেঞ্চুরি, খাওয়াজার অন্যরকম প্রশান্তি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফিট থেকেও না খেলার অভিযোগ উড়িয়ে দিলেন খাওয়াজা
২১ মার্চ ২৫
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছিলেন উসমান খাওয়াজা। করাচি টেস্টে সেই আক্ষেপ ঘুচিয়েছেন দারুণ এক শতকে। এই সেঞ্চুরি খাওয়াজার কাছে বিশেষ কিছু।
কারণ এই শহরেই জন্ম নিয়েছেন খাওয়াজার বাবা ও পরিবারের বেশিরভাগ সদস্য। তাই করাচির মাটিতে সেঞ্চুরি হাঁকিয়ে অন্যরকম তৃপ্তি পাচ্ছেন এই অজি ওপেনার। চলতি বছর ব্যাট হাতে রানের ফোয়ারা বইয়ে দিয়েছেন তিনি।

এ বছর এটি তার তৃতীয় সেঞ্চুরি। আর ক্যারিয়ারের একাদশতম। এমন অর্জনের পর খাওয়াজা জানিয়েছেন, রাওয়ালপিন্ডিতেও সেঞ্চুরি পেলে ভালো লাগতো তবে এই সেঞ্চুরিটি তার কাছে বিশেষ কিছু।
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
খাওয়াজা বলেন, 'আমার শিকড় এখানেই। এটাই আমার বাড়ি। দুই জায়গাতেই সেঞ্চুরি পেলে ভালো লাগত কিন্তু এখানে পেয়েছি, আমি সেরা হিসেবে এটাকেই বেছে নেব।'
পাকিস্তানের বিপক্ষে খেলা হলেও খাওয়াজা যতক্ষণ ব্যাটিং করেছেন গ্যালারি জুড়েই ছিল 'খাওয়াজা-খাওয়াজা' ধ্বনি। দর্শকদের এমন উন্মাদনা দারুণ উপভোগ করেছেন পাকিস্তানি বংশদ্ভুত এই অজি ব্যাটার।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'দর্শকদের উন্মাদনা দারুণ ছিল, তারা অনেক সমর্থন যুগিয়েছে। আমি এর চেয়ে বেশি কিছু চাই না। আমি এটা পছন্দ করি কারণ আপনি বলতে পারেন তারা চায় পাকিস্তান জিতুক কিন্তু তারা আমাকে দারুণ সমর্থন যুগিয়েছে।'