গুজরাটে জেসন রয়ের বদলি গুরবাজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএল খেলতে সিলেটে পা রাখলেন জেসন রয়
৭ জানুয়ারি ২৫
প্রায় দুই মাসের মতো জৈব সুরক্ষা বলয়ে থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার মতো মানসিক অবস্থায় নেই জেসন রয়। যে কারণে টুর্নামেন্ট শুরুর আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের এই ব্যাটার। রয়ের বদলি হিসেবে রহমানুল্লাহ গুরবাজকে দলে নিয়েছে গুজরাট টাইটান্স।
এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। যদিও মেগা নিলামে নাম থাকলেও তাকে দলে নেয়নি কেউ। এদিকে আফগানিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে লেগ স্পিনার রশিদ খান এবং নুর আহমেদের সঙ্গে গুজরাটে খেলবেন এই উইকেটকিপার ব্যাটার।

আইপিএলের এবারের আসরের মেগা নিলাম থেকে ২ কোটি রুপিতে রয়কে দলে নিয়েছিল হার্দিক পান্ডিয়ার দল। তবে রয় সরে যাওয়ায় বড় ধাক্কা খেয়েছে গুজরাট। আইপিএল থেকে এবারই প্রথম সরে দাঁড়ালেন না রয়।
এর আগে ২০২০ সালে ডানহাতি এই ওপেনারকে দেড় কোটি রুপিতে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে সেবারও আইপিএল খেলেননি রয়। এদিকে ব্যাট হাতে বেশ ছন্দে রয়েছেন গুরবাজ। যদিও অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার ম্যাথু ওয়েডের ব্যাক আপ হিসেবে খেলবেন তিনি।
শুভমান গিলের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে ওয়েড। ২০১৯ সালের সেপ্টেম্বরের পর থেকে টি-টোয়েন্টিতে ১ হাজার ৫০০ এর বেশি রান করেছেন এমন ব্যাটারদের তালিকায় আট নম্বরে রয়েছেন গুরবাজ। যেখানে তার স্ট্রাইক রেট ১৫৩.০৫।
আফগানিস্তানের হয়ে টি-টোয়েন্টি অভিষেকে ২৪ বলে ৪৩ রানের ইনিংস খেলেছিলেন এই উইকেটকিপার ব্যাটার। এ ছাড়া বিপিএল অভিষেকে ১৯ বলে ৫০, লঙ্কা প্রিমিয়ার লিগে অভিষেকে ২২ বলে ৫৩ রান করেছেন। এদিকে সদ্যই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন গুরবাজ।