খাওয়াজা-ওয়ার্নারের জুটিতে পাকিস্তানকে অস্ট্রেলিয়ার জবাব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’
১ মে ২৫
অ্যাশেজে করোনা আক্রান্ত সুযোগ পেয়েই বাজিমাৎ করেছিলেন উসমান খাওয়াজা। তাতেই জায়গা মেলে পাকিস্তান সফরের দলে। জন্মভূমিতে ফিরে সেঞ্চুরি না পেলেও ডেভিড ওয়ার্নারের সঙ্গে দারুণ এক জুটিতে পাকিস্তানের বড় রানের জবাব দিলেন বাঁঁহাতি এই ব্যাটার। স্বাগতিকদের চেয়ে ২০৫ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ তৃতীয় দিন শেষে ২ উইকেটে ২৭১ রান।
বিনা উইকেট ৫ রান নিয়ে রাওয়ালপিন্ডিতে ব্যাটিংয়ে নামেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ওয়ার্নার এবং খাওয়াজা। সকালের শুরুতে উইকেট থেকে পেসাররা সুবিধা পেলেও পাকিস্তানের বোলারদের ফাঁদে পা দেননি অস্ট্রেলিয়ার দুই ওপেনার। বরং ১২ ওভারে পেরিয়ে জুটির হাফ সেঞ্চুরি করেন ওয়ার্নার-খাওয়াজা।

দিনের প্রথম সেশনের পুরোটা জুড়ে দল হিসেবে দাপট দেখানোর পাশাপাশি ব্যক্তিগতভাবে হাফ সেঞ্চুরিও পূরণ করেন খাওয়াজা। ৬৭ বলে ৫০ পূরণ করা খাওয়াজা ফিরতে পারতেন হাফ সেঞ্চুরির পরই। তবে নওমান আলীর বলে এজ হওয়া ক্যাচ লুফে নিতে পারেননি মোহাম্মদ রিজওয়ান।
ফিট থেকেও না খেলার অভিযোগ উড়িয়ে দিলেন খাওয়াজা
২১ মার্চ ২৫
মধ্যাহৃ বিরতিতে যাওয়ার আগে ৮৬ বলে হাফ সেঞ্চুরি করেন আরেক ওপেনার ওয়ার্নার। তাতে এই দুজনের হাফ সেঞ্চুরিতে প্রথম সেশনে বিনা উইকেট ১৩৩ রান তোলে অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেশনে পানি পানের বিরতিতে যাওয়ার আগে সাজঘরে ফেরেন ওয়ার্নার।
সাজিদ খানের মিডল স্টাম্পের স্ক্রিড করা বলে বোল্ড হয়েছেন ১২ চারে ৬৮ রান করা বাঁহাতি এই ওপেনার। তাতে ভাঙে খাওয়াজার সঙ্গে ওয়ার্নারের ১৫৬ রানের উদ্বোধনী জুটি। ওয়ার্নার ফেরার পর মার্নাস ল্যাবুশেনের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন খাওয়াজা।
জন্মভূমিতে ফিরে দারুণ ব্যাটিং করলেও সেঞ্চুরি খুব কাছে গিয়ে আক্ষেপে পুড়তে হয়েছে বাঁহাতি এই ব্যাটারকে। নওমানের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ৯৭ রানে সাজঘরে ফিরেছেন খাওয়াজা। যদিও শুরুতে আউট দেননি আম্পায়ার। তবে পাকিস্তান রিভিউ নিলে রিপ্লেতে দেখা যায় বল খাওয়াজার গ্লাভসে লেগে ইমাম উল হকের হাতে যায়।
শেষ বিকেলে আলোকস্বল্পতার কারণে পুরো দিনের খেলা না হলেও হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ল্যাবুশেন। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ডানহাতি এই ব্যাটার তৃতীয় দিন শেষে অপরাজিত রয়েছেন ৬৯ রানে। এদিকে তাকে সঙ্গ দেয়া স্টিভেন স্মিথ অপরাজিত ২৪ রানে।