বাংলাদেশ সিরিজ নাকি আইপিএল, দায়বদ্ধতার পরীক্ষা দেবে প্রোটিয়ারা: এলগার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশকে সম্মান করি, ওরা টি-টোয়েন্টির নতুন ধাঁচে মানিয়ে নিয়েছে: ডেসকাট
১০ ঘন্টা আগে
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ চলার সময়ই পর্দা উঠবে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। কুইন্টন ডি কক, অনরিচ নরকিয়া, কাগিসো রাবাদাসহ দক্ষিণ আফ্রিকার অনেকেই আইপিএলে চুক্তিবদ্ধ। বাংলাদেশ সিরিজে তাদের দলে পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রোটিয়াদের টেস্ট দলপতি ডিন এলগার। এই সিরিজে প্রোটিয়া ক্রিকেটারদের দায়বদ্ধতার প্রমাণ দিতে হবে বলেও মনে করছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২০ ও ২৩ মার্চ। এরপর টেস্ট সিরিজ শুরু হবে আগামী ৩১ মার্চ। এদিকে ২৬ মার্চ থেকে প্রায় দুই মাস ব্যাপী চলবে এবারের আইপিএল।

এমন অবস্থায় ক্রিকেটাররা আইপিএল খেলবেন নাকি অর্থের ঝনঝনানি বাদ দিয়ে জাতীয় দলের হয়ে টেস্ট খেলবেন তা নিয়ে চিন্তিত এলগার। এই সিদ্ধান্ত ক্রিকেটারদের ওপরেই ছেড়ে দেয়ার পক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক।
এলগার বলেন, 'ক্রিকেটারদের উচিত হবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে স্পষ্ট করে জানিয়ে দেয়া যে তারা টেস্ট খেলবে নাকি আইপিএল খেলতে যাবে। ক্রিকেটারদের ওপরই এমন সিদ্ধান্ত নেয়ার সুযোগ ছেড়ে দেয়ায় পরিস্থিতি খুবই কঠিন হয়ে যাচ্ছে। আমার মনে হয়, খেলোয়াড়দের দায়বদ্ধতা কোথায় সেটা এখন বোঝা যাবে।'
ক্রিকেটারদের অবশ্য দেশের হয়ে টেস্ট খেলার ব্যাপারেই জোর দিয়েছেন এলগার। জাতীয় দলের থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ বড় হতে পারে না বলেও মনে করছেন তিনি।
এলগার আরও বলেন, 'তাদের অবশ্যই ভুলে যাওয়া উচিত হবে না যে এই টেস্ট ও ওয়ানডে ক্রিকেটই তাদেরকে আইপিএলে নিয়ে গেছে। এছাড়া অন্যান্য কোনো পথ তো আর নেই।'