কোচ হয়ে ফিরছেন পেইন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে অ্যাশেজ শুরুর মাসখানেক আগে 'সেক্সটিং স্ক্যান্ডাল'-এ জড়িয়ে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম পেইন। এরপর মানসিক স্বাস্থ্য রক্ষা করতে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। তবে বিরতি কাটিয়ে আবারও ক্রিকেটে ফিরছেন পেইন। এবার আর ক্রিকেটার নয়, কোচের দায়িত্ব নিয়ে ফিরছেন তিনি।
২০১৮ সালে স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নারদের বল বিকৃতির ঘটনার পর টেস্ট অধিনায়কত্ব পান পেইন। অ্যাশেজ শুরুর আগে অনেকটা অপ্রত্যাশিতভাবে মিডিয়ায় চলে আসে পেইনের কিছু অশোভনীয় বার্তা।

২০১৭ সালে তাসমানিয়ার এক নারী সহকর্মীকে পাঠানো সেসব কুরুচিপূর্ণ বার্তা মিডিয়ায় এলে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব ছাড়েন তিনি।পেইন ইস্তফা দেয়ায় অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্বের ভার পড়েছে দলটির ফাস্ট বোলার প্যাট কামিন্সের ওপর।
অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কত্ব করবেন সাবেক অধিনায়ক স্মিথ। কয়েক মাস পেরিয়ে যাওয়ার পর আবারও ক্রিকেটে ফিরছেন পেইন। তাসমানিয়া টাইগার্সের কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির অন্তবর্তীকালীন কোচ আলী ডি উইন্টার।
যদিও কোচিংয়ে কোন দায়িত্ব দেয়া হচ্ছে সেটা নিশ্চিত করেননি তিনি। এদিকে কদিন তাসমানিয়ার ক্রিকেট অব ডিরেক্টরের দায়িত্ব ছেড়েছেন অ্যাডাম গ্রিফিথ। তাসমানিয়ার সঙ্গে কাজ করার পাশাপাশি হোবার্ট হারিকেন্সের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন। ধারণা করা হচ্ছে, গ্রিফিথের জায়গায় আসতে পারেন পেইন।