দক্ষিণ আফ্রিকায় খেলুক সাকিব, চাওয়া সুজনের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

গত বিপিএলের বিদেশিরা আমাদের ‘এ’ দলের ক্রিকেটারের মানেরও না: সুজন

২৪ আগস্ট ২৫
ক্রিকফ্রেঞ্জি

টেস্ট সিরিজ থেকে আগেও একাধিকবার বিরতি নিয়েছিলেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজও দেখা যেতে পারে একই চিত্র। তবে সেটা নিয়ে রয়েছে ধোঁয়াশাও।


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দল পেলে, সেই সময়টায় আইপিএল মাতাতে দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে। তবে খালেদ মাহমুদ সুজনের চাওয়া, দক্ষিণ আফ্রিকা সফরে খেলুক সাকিব।


এ প্রসঙ্গে সুজন বলেন, ‘আমি তো চাই সাকিব খেলুক, কিন্তু ওরও অবশ্যই কিছু চিন্তা আছে হয়তোবা। যেটা অবশ্যই বোর্ডে আলাপ করবে। এটা এখনও সিওর না কতটুকু খেলবে। ওয়ানডে তো খেলবেই টেস্টে খেলবে কিনা সাকিব এখনও ঠিক নাই। এটা হয়তোবা বোর্ড জানাবে কয়েকদিনের মাঝে।’


promotional_ad

আগামী মার্চে তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ দল। ১৮ মার্চ থেকে শুরু হয়ে সিরিজটি চলবে ১২ এপ্রিল পর্যন্ত। ওয়ানডে সিরিজ শেষ হবে ২৩ মার্চ। 


আরো পড়ুন

ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই জাদেজার চেয়ে সাকিব এগিয়ে: মঈন

২০ সেপ্টেম্বর ২৫
রবীন্দ্র জাদেজা (বামে), সাকিব আল হাসান (ডানে), ফাইল ফটো

সাকিব দক্ষিণ আফ্রিকায় লাল বলে না খেললেও ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে খেলবেন। সিরিজটি হবে ৮ মে থেকে ২৩ মে পর্যন্ত। অর্থাৎ আইপিএলের নিলামে দল পেলে টুর্নামেন্টের শেষ অংশে তাকে পাবে না ফ্র্যাঞ্চাইজি।


গেল মৌসুমে শ্রীলঙ্কা সফর বাদ দিয়ে আইপিএল খেলায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল সাকিবকে। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। মেগা নিলামের এই তালিকায় মোট ১২১৪ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন।


যেখানে বাংলাদেশ থেকে রয়েছেন পাঁচজন । প্রথমে ৯ জন নিলামে নাম দিলেও শেষপর্যন্ত ৫ বাংলাদেশি ক্রিকেটারকে নিলামে তুলতে যাচ্ছে সংশ্লিষ্টরা। বাংলাদেশিদের মধ্যে সাকিব ও মুস্তাফিজুর রহমান রয়েছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের (২ কোটি রুপি) ক্যাটাগরিতে।


এই দুজন ছাড়াও আছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন (ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি), পেসার তাসকিন (ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি) ও শরিফুল (ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball