promotional_ad

মিরাজ বলছেন 'চলে যাবো', চট্টগ্রামের চাওয়া সমাধান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

২৬ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

সিলেট সানরাইজার্সের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে টস করতে নেমেছিলেন নাইম ইসলাম। এরপর স্কোয়াডে মেহেদী হাসান মিরাজকে দেখে সবারই প্রশ্ন জেগেছিল তাকে কি অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে?


সেই আশঙ্কাই সত্যি হয়েছে। টুর্নামেন্টের মাঝ পথেই মিরাজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর একদিন পরেই জানা গেছে মায়ের অসুস্থতার কারণে টুর্নামেন্টের বাকি অংশ খেলবেন না এই টাইগার অলরাউন্ডার। মিরাজ নিজে অবশ্য ভিন্ন কারণ উল্লেখ্য করেছেন।


যদিও বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, অধিনায়কত্ব কেড়ে নেয়ার জেরেই টুর্নামেন্টের বাকি অংশে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই বিষয়ে দৈনিক কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে মিরাজ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।



promotional_ad

তিনি বলেন, 'আমি প্রক্রিয়া অনুসরণ করেই দল ছেড়ে যাচ্ছি। দলকে ই-মেইল করেছি। ই-মেইল করেছি বিসিবির প্রধান নির্বাহীকেও। ই-মেইলে মায়ের অসুস্থতার কথা বলেছি যদিও। কিন্তু চট্টগ্রামের ম্যানেজমেন্ট জাতীয় দলের ক্রিকেটারের মানহানি করেছে। এ রকমটা তারা আগেরবারও করেছে।'


আরো পড়ুন

‘সে ভীষণ বিপজ্জনক’, বুমরাহর স্ত্রীকে মিরাজ

২০ ফেব্রুয়ারি ২৫
জসপ্রিত বুমরাহ (বামে) ও মেহেদী হাসান মিরাজ (ডানে), ফাইল ফটো

এবারের বিপিএলে ব্যাট হাতে ভালো ফর্মে না থাকলেও বল হাতে নিয়মিতই সাফল্য পেয়েছেন তিনি। ব্যাট হাতে ৫ ম্যাচে ৮৩ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৯ উইকেট। মিরাজ মনে করেন পারফরম্যান্সের কারণে তার অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়নি। হুট করে ফ্র্যাঞ্চাইজির এমন সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারছেন না।


মিরাজ বলেন, 'এমন তো নয় যে আমি বাজে খেলেছি বা দল খারাপ করেছে। আমিও পারফর্ম করেছি, দলও এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলে দুই নম্বরে ছিল। বলা নেই কওয়া নেই - এভাবে আমাকে সরিয়ে দেওয়াটা মেনে নিতে পারছি না। আমি খেলবই না। '


মিরাজের অধীনে ৪ ম্যাচে দুটি জয় ও দুটি হারের স্বাদ পেয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরাজ হুট করে বিপিএল ছাড়ার সিদ্ধান্ত নেয়ায় অবাক হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিও। চট্টগ্রামের ম্যানেজার ফাহিম মুনতাসির ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন, তারা মিরাজকে চাপমুক্ত করতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন।



তিনি বলেন, 'মূলত তার আম্মু অসুস্থ তাই সে বাড়ি যেতে চাচ্ছে। তারপরও আমরা কথা-বার্তা বলছি দেখা যাক কী হয়। সে আমাদের সেরা খেলোয়াড়, আমরা চাচ্ছি তাকে চাপমুক্ত রাখতে তাই নাইমকে অধিনায়ক করছি। এতে সে হয়তোবা কিছুটা কষ্ট পেতে পারে।'


চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান নির্বাহী সৈয়দ ইয়াসির আলম বলেছেন, 'আমরা চাই সে থাকুক, তার ব্যাপারে আমরা ইতিবাচক।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball