promotional_ad

গিবসনের জায়গায় বিসিবির পছন্দের তালিকায় চামিন্দা ভাস

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হওয়ার কথা ছিল ওটিস গিবসনের। কিন্তু তার আগেই নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন খবর আসে, এই দায়িত্বে চুক্তি নবায়ন করছেন না এই ক্যারিবিয়ান। বরং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতান্সের দায়িত্ব কাঁধে নিয়েছেন তিনি, এছাড়া ইংলিশ কাউন্টির দল ইয়র্কশায়ারের প্রধান কোচের দায়িত্বও পেয়েছেন গিবসন।


গিবসন চুক্তি নবায়ন না করায় আপাতত জাতীয় দলের পেস বোলিং কোচের পদটি খালি আছে। এই মুহূর্তে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, টি-টোয়েন্টি এই টুর্নামেন্ট শেষ হওয়ার ৭দিনের মাথায় শুরু হবে আফগানিস্থান-বাংলাদেশ সিরিজ। তাই এর আগেই নতুন বোলিং কোচ খুঁজে বের করার চেষ্টা করছে বিসিবি।



promotional_ad

বোলিং কোচের দায়িত্ব নিতে চামিন্দা ভাসের সঙ্গে আলোচনাও করছে বিসিবি। তবে এই লঙ্কান ছাড়া আরও কয়েকজনের সাথেও আলোচনা চলছে বলে ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন, বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।


ক্রিকফ্রেঞ্জিকে জালাল ইউনুস বলেন, 'আমাদের এই মুহূর্তে পেস বোলিং কোচ নেই, সামনে আফগানিস্থান সিরিজ আছে। এই মুহূর্তে আমরা অনেকের সঙ্গেই আলোচনা করছি। এর মধ্যে শ্রীলঙ্কার চামিন্দা ভাসও আছেন এই তালিকায়। তবে এখনও কোন কিছু চূড়ান্ত নয়, সব আলোচনার পর্যায়ে আছে।'


গিবসন বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ ছিলেন। তার অধীনেই ২০১২ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পালন করেন তিনি।



ইংলিশ ক্রিকেটের দুই কিংবদন্তি পেসার জিমি অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের ক্যারিয়ারে গিবসনের বড় আবদান ছিল। ইংল্যান্ড দলের দায়িত্ব ছেড়ে গিবসন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ ছিলেন ২০১৭ থেকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। 


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ২০১৬ সালে শুরু হয় ভাসের কোচিং ক্যারিয়ার। সে বছর জানুয়ারি মাসে আয়ারল্যান্ড দলের পেস বোলিং কোচের দায়িত্ব পান তিনি। এরপর কাজ করেছেন শ্রীলঙ্কা দলের সঙ্গেও। এই মুহূর্তে দলটির বোলিং কোচের দায়িত্বে আছেন এই লঙ্কান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball