আবারও পুরোনো চোটে মাশরাফি
ছবি: বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
গ্লোবাল সুপার লিগে রংপুরের সঙ্গে খেলতে বিগব্যাশ চ্যাম্পিয়ন হোবার্টকে আমন্ত্রণ
১০ এপ্রিল ২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে মিনিস্টার ঢাকার হয়ে খেলবেন মাশরাফি বিন মুর্তজা। এই টুর্নামেন্টকে সামনে রেখে গত ৬ জানুয়ারি থেকে অনুশীলন করছেন তিনি।
অনুশীলন শুরুর আগে মাশরাফি নিজেই জানিয়েছিলেন তিনি পিঠের চোটে ভুগছেন। চোট সেরে উঠলে অনুশীলনে ফিরবেন বলে নিশ্চিত করেছিলেন তিনি। গত ১০দিন ধরে অনুশীলন করলেও মঙ্গলবার সকালে আবারও তার পুরনো চোট মাথাচাড়া দিয়ে উঠেছে।

এদিন সকাল সাড়ে ১০টায় অনুশীলন ছিল ঢাকার ক্রিকেটারদের। হালকা গা গরম করে বোলিং মার্কের দিকে ছুটে গেলেও তিনবার বল না ছুড়েই ফিরে এসেছেন। এরপর আর অনুশীলনে দেখা যায়নি তাকে।
মাশরাফির চোটের বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন মিনিস্টার ঢাকার ফিজিও এনামুল হক। তিনি জানিয়েছেন কাল পর্যন্ত মাশরাফিকে তারা পর্যবেক্ষণে রাখবেন।
তিনি বলেন, 'যেহেতু ব্যথা পেয়েছে তাই বোলিং বন্ধ করে দিয়েছে। কালকের দিন গেলে বোঝা যাবে তার অবস্থা। আমরা তাকে পর্যবেক্ষণে রাখছি। রাতে যদি ব্যথা কমে যায় তাহলে সে বোলিং করতেও পারে।'
মাশরাফি সর্বশেষ প্রতিযোগীতামূলক ম্যাচ খেলেছেন ২০২০ সালের ১৮ ডিসেম্বর, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে জেমকন খুলনার হয়ে চট্টগ্রামের বিপক্ষে। এরপর আর মাঠে নামা হয়নি তার।