হারের রেকর্ডে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিরাজের দুর্ভাগ্যজনক আউট, ভারতকে হতাশ করে লর্ডসে জিতল ইংল্যান্ড
১ ঘন্টা আগে
মেলবোর্নে বক্সিং ডে টেস্ট হারের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত একটি রেকর্ড গড়ল ইংল্যান্ড। এই বছরে এ নিয়ে নয়টি টেস্ট হেরেছে তারা। আর তাতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি হারের রেকর্ডে তারা স্পর্শ করল বাংলাদেশকে।
এই বিরল রেকর্ডে এতদিন শুধু নাম ছিল বাংলাদেশের। ২০০৩ সালে বাংলাদেশ নয়টি টেস্ট খেলে সবকটিতে হেরেছিল। ২০২১ সালে ইংল্যান্ড অবশ্য ১৫টি টেস্ট খেলেছে। তবে রেকর্ডটি 'বছরে সবচেয়ে বেশি টেস্ট হারের' হওয়ায় দুই দলের অবস্থান পাশাপাশি।

এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ আটটি টেস্ট হারের রেকর্ডেও সবচেয়ে বেশি আছে ইংল্যান্ডের নাম। এখন পর্যন্ত মোট চারবার এই অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ে তারা। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের খারাপ সময়ে ১৯৮৪ ও ১৯৮৬ সালে আটটি করে টেস্ট হারে তারা।
বিপিএলকে বদলে দিতে তামিম-মুশফিকদের পরামর্শ নিলো বিসিবি
২ ঘন্টা আগে
এছাড়া ১৯৯৩ এবং ২০১৬ সালেও আটবার করে টেস্ট হারে তারা। এই তালিকায়ও নাম আছে বাংলাদেশের। ২০০২ সালে ও ২০০৮ সালে বাংলাদেশ হেরেছে আটটি করে টেস্ট ম্যাচ।
এই বাজে রেকর্ডে ইংল্যান্ড ও বাংলাদেশের মাঝে আছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৪, ২০০৫ ও ২০১৫ সালে মোট তিনবার আটটি করে টেস্ট হারে ক্যারিবিয়ানরা।
চলতি বছর নবম টেস্ট হারের মধ্য দিয়ে অ্যাশেজ সিরিজও হেরে গেছে ইংল্যান্ড। দুই ম্যাচ হাতে রেখে ইতোমধ্যেই অ্যাশেজ জিতে নিয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।