promotional_ad

মাঠে ফিরতে পুনর্বাসন শুরু মুস্তাফিজের

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের পেসারদের উন্নতি দেখে আনন্দিত পাকিস্তানের কোচ

২৬ ফেব্রুয়ারি ২৫
তাসকিন আহমেদ (বামে), নাহিদ রানা (মাঝে) ও মুস্তাফিজুর রহমান (ডানে)

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে ম্যাচ চলছিল সেন্ট্রাল জোন এবং ইস্ট জোনের। দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনের লাঞ্চ বিরতির সময় মূল মাঠে দেখা মিলল মাহমুদউল্লাহ রিয়াদের। টি-টোয়েন্টির এই অধিনায়ক হেঁটে যাচ্ছেন ইনডোরের দিকে। তার পেছনে হাঁটছেন দুজন থ্রোয়ার।


মিনিট পাঁচেক পর ইনডোরের সামনে যেতেই মাহমুদউল্লাহ'র সঙ্গে দেখা পাওয়া গেল মুস্তাফিজুর রহমানেরও। নেটে টি-টোয়েন্টি অধিনায়ক নেটে ব্যাটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন, অপর পাশে মুস্তাফিজ প্রস্তুতি নিচ্ছেন বোলিংয়ের। 



promotional_ad

মাঝের কয়েকদিন মাহমুদউল্লাহ নিয়মিত এসেছেন শের-ই-বাংলায়। অনুশীলনও করেছেন নিয়মিত। কিন্তু মুস্তাফিজুর রহমান পাকিস্তান সিরিজে চোট পাওয়ার পর রবিবারই এলেন প্রথমবার। শুরুতে শর্ট রান আপে ধীরগতিতে বোলিং করলেও, ধীরে ধীরে রান আপের সঙ্গে গতিও বাড়াতে থাকেন বাঁহাতি এই পেসার।


শুরুতে ২০ মিনিটের পর টানা বোলিংয়ের পর পাঁচ মিনিট বিরতি দিয়ে আবারও বোলিং করেন প্রায় ২০ মিনিট। মাহমুদল্লাহ'র সঙ্গে দুই থ্রোয়ার সহ টানা বোলিং করেন মুস্তাফিজ। ৪৫ মিনিটে প্রায় ৫ ওভারের মতো বোলিং করেন তিনি। 


এছাড়া মাহমুদউল্লাহ'র সঙ্গে মাঝে গল্পেও মেতেছিলেন মুস্তাফিজ। টি-টোয়েন্টি অধিনায়ক প্রতিদিনের মতো অনুশীলন করতে এলেও বাঁহাতি এই পেসারের জন্য ছিল এটি পুনর্বাসন প্রক্রিয়ার অংশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন।



বিসিবির এই চিকিৎসক জানিয়েছেন, আপাতত সক্ষমতার পঞ্চাশ শতাংশ দিয়ে বোলিং করছেন মুস্তাফিজ। তিনি বলেন, ‘সে আজ ৫০ ভাগ সক্ষমতা দিয়ে বোলিং করেছে। শর্ট রানআপ, গতি কম দিয়ে বোলিং করেছে। কাল জিম সেশন করবে, পরদিন ইনটেনসিটি আরও বাড়িয়ে দেবে। আপাতত বোলিংয়ের সময় কোনো ব্যথা পাচ্ছে না’।


পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন দ্বিতীয় ম্যাচে সাইড স্ট্রেইনের চোটে পড়েন মুস্তাফিজ। এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সাউথ জোন তাকে দলে ভেড়ালেও চোটের কারণে অংশ নিতে পারছেন না। চোট থেকে সেড়ে উঠলে ওয়ানডে ফরম্যাটের বিসিএল অথবা বিপিএল দিয়ে মাঠে ফিরতে পারেন বাঁহাতি এই পেসার।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball