২০২৩ বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশায় মরগান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আক্ষেপ আর গর্বের অদ্ভুত অনুভূতি টের পাচ্ছেন গিল

৪ ঘন্টা আগে
শুভমান গিল, ফাইল ফটো

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাট হাতে নিজেকে হারিয়ে খুঁজছেন ইয়ন মরগান। ব্যাটিংয়ে আগের মতো জৌলুস না থাকায় সম্প্রতি বেশ সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবুও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের নেতৃত্বভার থাকছে তাঁর কাঁধেই। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলার আশাবাদ ব্যক্ত করেছেন মরগান। কিন্তু ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।


২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে মরগানের নেতৃত্বেই অধরা শিরোপা ঘরে তুলেছিল ইংল্যান্ড। এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিচক্ষণ নেতৃত্বে ইংল্যান্ডকে ফাইনালে তুলেছিলেন মরগান। যদিও শেষ ওভারের রোমাঞ্চে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাওয়ায় শিরোপা হাতছাড়া করেছিল তারা।


promotional_ad

বিগত কয়েক বছর ইংল্যান্ডের পরিকল্পনায় বেশ ভালোভাবেই ছিলেন মরগান। তবে আইপিএলের এবারের আসরে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় তাঁর বিশ্বকাপ দলে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। চারিদিক থেকে সমালোচনার তীর ছুটে আসলেও আশাহত হচ্ছেন না এই ইংলিশ অধিনায়ক।


খেলার মাঠে আগেই মতই সংকল্পবদ্ধ রয়েছেন উল্লেখ করে মরগান বলেন, ‘আমি নিশ্চিত নই যে আগামী দুই বিশ্বকাপে আমি থাকব কি না। আসলে ফলাফল নির্ধারণ করে আপনি কতটা ভাল করছেন এবং কতবার আপনাকে বিবেচনায় রাখা হবে। কিন্তু নিঃসন্দেহে মাঠের লড়াইয়ে আমি আগের মতই ক্ষুধার্ত এবং আমার সংকল্প আগের মতই শক্তিশালী।’


আগামী বিশ্বকাপগুলোতে মরগান ইংল্যান্ডের পরিকল্পনায় থাকবেন কি না তা নির্ভর করছে এবারের আসরে কেমন পারফর্ম করেন সেটার ওপর। এই আসরে ঘুরে দাঁড়িয়ে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন বলে আশা প্রকাশ করেছেন মরগান।


মরগান বলেন, 'এই মুহূর্তে আমি অবশ্যই পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজেকে খেলতে দেখছি। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকব বলে আশা রাখছি। প্রত্যাশার জায়গা থেকে আমি নিজেকে সেখানে রাখছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball