promotional_ad

নতুন চোটে তামিম, ইপিএল শেষ না করেই ফিরলেন দেশে

promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জিম্বাবুয়ে সফর থেকে ফেরার পর পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন তামিম ইকবাল। তবে মাঠের খেলায় ফিরতে গিয়েছিলেন নেপালে, অংশ নিয়েছিলেন এভারেস্ট প্রিমিয়ার লিগ। ওয়ানডে অধিনায়ক দেশ ছাড়ার আগে বিসিবির প্রধান চিকিৎসা ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, নেপালে তামিমের খেলতে যাওয়া আসলে পুনর্বাসন প্রক্রিয়ারই অংশ। কিন্তু নেপালে খেলতে গিয়ে নতুন চোটে পড়েছেন তিনি।


বুধবার ইপিএলের ফ্র্যাঞ্চাইজি ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠে নেমেছিলেন তামিম। সেখানেই নতুন চোট পেয়ে বসেন তিনি। বাম হাতের বুড়ো আঙুলে গুরুতর চোট পান তিনি। যা সেরে উঠতে সময় লাগবে অন্তত চার সপ্তাহ।



promotional_ad

ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেই। এদিকে নেপাল থেকে বৃহস্পতিবার সকালেই দেশে ফিরেছেন ওয়ানডে দলপতি। তামিম বলেন, 'কাল ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলাম, আঙ্গুল ফুলে গিয়েছে। এরপর আজ দেশে ফিরে স্ক্যান করিয়েছি। সেখানে চিড় ধরা পড়েছে। ঠিক হতে অন্তত ৪ সপ্তাহের মতো সময় লাগবে।'


জিম্বাবুয়ের বিপক্ষে গত জুলাই মাসে ওয়ানডে সিরিজের পর থেকে খেলার বাইরে আছেন তামিম। এরপর টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজে দেখা যায়নি তাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও সরিয়ে নেন নিজের নাম।


এরপর ২৫ সেপ্টেম্বর শুরু হওয়া ইপিএলে অংশ নিতে দেশ ছাড়েন তামিম। সেখানে অবশ্য ৫ ম্যাচ খেললেও একটিতেও হাফ সেঞ্চুরির দেখা পাননি। সর্বোচ্চ ইনিংস ছিল ৪০ রানের, চিতওয়ান টাইগার্সের বিপক্ষে। আর ৫ ম্যাচে করেছেন ৭৫ রান।



সবশেষ বুধবার তামিম মাঠে নেমেছিলেন কাঠমুন্ডু কিংস ইলেভেনের বিপক্ষে। সেই ম্যাচেই চোট পেয়ে বসেন ওয়ানডে দলপতি। এরপরই সময় না নিয়ে বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball