promotional_ad

স্টোকসের আঙ্গুলে ফের অস্ত্রপচার

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, ফিরলেন স্টোকস

২১ মে ২৫
লম্বা সময় পর মাঠে ফিরলেন বেন স্টোকস, ফাইল ফটো

বাঁহাতের আঙ্গুলে আবারও অস্ত্রপচার করা হয়েছে বেন স্টোকসের। কয়েকমাস আগে মানসিক স্বাস্থ্যের কথা বলে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন। ফলে ইংল্যান্ডের অ্যাশেজ টেস্টে তাকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। এখন তো আঙ্গুলেই অস্ত্রপচার করালেন, তাতে অস্ট্রেলিয়া সফরে স্টোকসের না থাকা এখন এরকরকম নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়।


ইনস্টাগ্রামে বুধবার রাতে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন স্টোকস। গত জুলাইয়ে ক্রিকেট থেকে বিরতিতে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিই তার প্রথম প্রকাশ হওয়া ছবি। এই ছবিতেই দেখা যায়, স্টোকসের বাঁহাতের তর্জনিতে ব্যান্ডেজ। পরে ইংল্যান্ডের 'দ্যা মিরর' জানায়, গত সোমবার এই অলরাউন্ডারের আঙুলে অস্ত্রোপচার করা হয়েছে।


promotional_ad

স্টোকস এই আঙ্গুলে চোট পান গত এপ্রিলে আইপিএল খেলার সময় ক্যাচ নিতে গিয়ে। তখনই প্রথম দফা অস্ত্রপচার করা হয়। পরের মাসে মাঠে ফেরেন ঘরোয়া ক্রিকেট দিয়ে। আস্তে আস্তে ফিট হয়ে উঠছিলেন তখন। তবে পুরো ফিট হয়ে ওঠার আগেই তাকে নেমে পড়তে হয় আন্তর্জাতিক ক্রিকেটে।


জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজে কোভিড পরিস্থিতিতে মূল দলের ক্রিকেটাররা আইসোলেশনে চলে গেলে স্টোকসকে অধিনায়ক করে নতুন দল গড়ে ইংল্যান্ড। ব্যথানাশক ইনজেকশন নিয়ে তি??? ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেন তিনি।


ওই সিরিজ শেষে দা হানড্রেড এর দুটি ম্যাচও খেলেন পরে। আঙুল নিয়ে তার অস্বস্তি স্পষ্ট ছিল তখনও। পরে মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে ক্রিকেট থেকে তার অনির্দিষ্টকালের বিরতির কথা জানা যায় গত ৩০ জুলাই।


এরপর ইংলিশ গ্রীষ্মে আর ফেরেননি তিনি। তাকে দেখা যাবে না এই মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। অস্ত্রোপচারের পর অ্যাশেজেও ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। অস্ট্রেলিয়ায় গত অ্যাশেজেও তিনি যেতে পারেননি শৃঙ্খলাভঙ্গের ঘটনায়।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball