অবশেষে অ্যাশেজ সফর করতে রাজি হলেন রুটরা

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিভিন্ন ধরণের অনিশ্চয়তার পর অ্যাশেজ টেস্ট খেলার জন্য অস্ট্রেলিয়া সফর করতে রাজি হয়েছেন ইংল্যান্ডের প্রথম সারির ক্রিকেটাররা। আসছে অস্ট্রেলিয়ান গ্রীষ্মে অনুষ্ঠিত হতে যাওয়া মর্যাদার এই লড়াইয়ে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন বলেও রাজি হয়েছেন জো রুট।


ইংল্যান্ডের প্রভাবশালী পত্রিকা 'উইকস ডেইলি ট্যালিগ্রাফ' এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। তারা আরো বলছে, গতকাল (মঙ্গলবাল) রুট এবং প্রথম সারির ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।


promotional_ad

যেখানে রুট দলকে নেতৃত্ব দেবার পাশাপাশি অস্ট্রেলিয়া সফর করার কথা দিয়েছেন। মূলত অস্ট্রেলিয়া সরকারের কঠোর কোয়ারেন্টাইন নীতির কারণেই এবারের অ্যাশেজে রুটদের পাওয়া নিয়ে শঙ্কা তৈরী হয়েছিল। এ ছাড়া ইংল্যান্ডের ক্রিকেটারদের চাওয়া ছিল পরিবার নিয়ে সফর করা।


যেটাতে রাজি ছিলো না অস্ট্রেলিয়া সরকার। তবে প্রতিবেদনটি বলছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কয়েকদফা আলোচনা করে এই কঠোর কোয়ারেন্টাইন নীতি কিছুটা নমনীয় করা যায় কি না তা নিয়ে ক্রিকেটারদের আশ্বস্ত করেছে ইসিবি।


রিপোর্ট আরো বলছে, রুটরা অ্যাশেজ খেলতে অস্ট্রেলিয়া যেতে রাজি হলেও জস বাটলারই একমাত্র ক্রিকেটার যিনি এই সফর করতে রাজি নন। কারণ হিসেবে তিনি কোয়ারেন্টাইন সময়সীমা, দীর্ঘ সময় ধরে পরিবার থেকে দূরে থাকা এবং মানসিক স্বাস্থ্যের কথাই উল্লেখ করেছেন।


এ ছাড়া এবারের অ্যাশেজে মইন আলীকেও পাবে না ইংল্যান্ড। সম্প্রতি তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আর বেন স্টোকস তো মানসিক স্বাস্থ্যের কথা ভেবে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball