promotional_ad

হেডিংলিতে অনিশ্চিত উড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে লর্ডস টেস্টের চতুর্থ দিনের শেষ বিকেলে কাধেঁর ইনজুরিতে পড়েছিলেন মার্ক উড। সেই চোট নিয়েই শেষ দিনে বোলিং করেছিলেন এই ইংলিশ পেসার। চোট গুরুত্বর না হলেও হেডিংলি টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন  ক্রিস সিলভারউড।


আরো পড়ুন

৪ মাসের জন্য ছিটকে গেলেন উড

১৩ মার্চ ২৫
ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ মিস করতে পারেন মার্ক উড, ফাইল ছবি

ইংল্যান্ডের প্রধান কোচ জানিয়েছেন, উডের ইনজুরির ব্যাপারে এখনই বিস্তারিত বলতে পারছেন না মেডিকেল টিম। তাঁর ইনজুরির অবস্থার উপর নির্ভর করছে পরের টেস্ট তিনি খেলতে পারবেন কি না। হেডিংলি টেস্টের আগে তিনি পুরো ফিট না হলে, সেই টেস্টে তার মাঠে নামার সম্ভাবনা নেই।


উডের কাধেঁর চোট প্রসঙ্গে সিলভারউড বলেন, ‘মেডিকেল টিম তাকে নিয়ে কাজ করছে। আগামী দুই দিনের মধ্যে আমরা বিস্তারিত জানাতে পারব। মেডিকেল টিম ও তার সাথে কথা বলেই আমরা সময় মতো সিদ্ধান্ত নেব। যদি সে যথেষ্ট ফিট না থাকে তাহলে খেলবে না। আমরা তার দিকে নজর রাখছি।’


promotional_ad

লর্ডস টেস্টের পঞ্চম দিন কাধেঁর চোট নিয়েই বোলিং করেছিলেন উড। ব্যথা নিয়েও তিনি চেষ্টা করেছেন তারঁ সর্বোচ্চটা দিয়ে লড়াই করার। ইনজুরিতে থাকলে প্রতি ঘণ্টায় প্রায় ৯০ মাইল বেগে বল করেছেন তিনি। দলের প্রতি তার এই ভালবাসায় মুগদ্ধ হয়েছেন ইংলিশদের প্রধান কোচ।


সিলভারউড বলেন, ‘সে দলের জন্য কাঁধে ব্যাথা নিয়ে ঘন্টায় ৯০ মাইল গতিতে বল করার চেষ্টা করেছে। এটা প্রমাণ করে যে, সে দলের প্রতি কতটা দায়িত্বশীল। ইংল্যান্ডের হয়ে খেলতে কতটা আগ্রহী এবং ক্রিকেটের প্রতি তার কত আবেগ। এটা দুর্দান্ত প্রচেষ্টা ছিল। সে যা করেছে তার জন্য আমি গর্বিত ‘


তিনি আরও বলেন, ‘সে লর্ডস টেস্টে খেলতে তার সর্বোচ্চটা দিয়ে প্রস্তুত হয়েছে এবং তাকে ফিট হতে আমি সবধরনের সুযোগ দিয়েছি। কিন্তু এই সময়ে এটা গুরুত্বপূর্ণ যে, আমরা উডির (মার্ক উড) দেখাশোনা করছি। সে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আপনি যখন আর্চার ও স্টোনের মতো পেসারকে হারাবেন, তখন অন্তত একজন লাগবে যে জোরে বল করতে পারে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball