promotional_ad

সাকিবের বিপক্ষে বিগ ব্যাশ ও আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন ক্রিস্টিয়ান

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ ডাকের মালিক বনে গেলেন সাকিব

১৩ ঘন্টা আগে
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ডাকের মালিক বনে গেলেন সাকিব আল হাসান, ফাইল ফটো

পুরো সিরিজেই মিতব্যয়ী বোলিং করে দলের জয়ে অবদান রেখেছেন সাকিব আল হাসান। তবে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে এসে ক্যারিয়ারের সবচেয়ে খরুচে বোলিং স্পেলটি করেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। যেখানে ৪ ওভারে ৫০ রান দেয়া সাকিবের দ্বিতীয় ওভারে পাঁচটি ছক্কা মারেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান। 


১০৫ রানের ম্যাচে সেই ওভারেই খেলা বের করে নিয়ে যান এই অজি অলরাউন্ডার। সাকিবকে পাঁচটি ছক্কা মারলেও ম্যাচ শেষে ক্রিস্টিয়ান জানিয়েছেন সাকিবের ওপর চড়াও হওয়ার নির্দিষ্ট কোন পরিকল্পনাই ছিল না এই অজি তারকার। এদিকে বিগ ব্যাশ ও আইপিএলে তাঁর বিপক্ষে খেলার অভিজ্ঞতাও খানিকটা কাজে লাগিয়েছেন ক্রিস্টিয়ান।


promotional_ad

নিজের প্রথম ওভারে দুই রান দেয়া সাকিব আবারও বোলিং আসেন চতুর্থ ওভারে। সেই ওভারের প্রথম বলেই লং অনের ওপর দিয়ে ছক্কা মারেন ক্রিস্টিয়ান। পরের বলেও সেই লং অনের ওপর দিয়েই বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন। তৃতীয় বলে অবশ্য ডিপ মিড উইকেট দিয়ে হাওয়ায় ভাসিয়ে টানা তিন ছক্কা তুলে নেন।


পরের বলে অবশ্য ব্যাটে লাগাতে পারেননি ক্রিস্টিয়ান। লং অন ও ডিপ মিড উইকেট দিয়ে শেষ দুই বলেও ছক্কা মারেন তিনি। নতুন বলে পাওয়ার প্লে কাজে লাগানোর পাশাপাশি দ্রুত রান তোলার পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিলেন বলে জানান এই অজি অলরাউন্ডার।


এ প্রসঙ্গে ক্রিস্টিয়ান বলেন, ‘বিগব্যাশ, আইপিএলে সাকিবের বিপক্ষে আমি কিছু ম্যাচ খেলেছি। না, সে আমার লক্ষ্য ছিল না। আমার কাজ ছিল, ক্রিজে গিয়ে দ্রুত যত বেশি সম্ভব রান করা। পরে যারা আসবে তাদের জন্য রান তাড়ার কাজটা সহজ করা।’


তিনি আরও বলেন, ‘সাকিবের ওপর চড়াও হওয়ার নির্দিষ্ট কোনো পরিকল্পনা আমার ছিল না। ওই ওভারটাতে আমি সৌভাগ্যবান ছিলাম। শটগুলো মাঝ ব্যাটে লেগেছে। পাওয়ার প্লেতে ব্যাটিংয়ের মজাই এটা। আমি বেশ স্বাধীনতা নিয়ে খেলছিলাম।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball