promotional_ad

আবারও ইংল্যান্ডের হয়ে খেলবেন, ভাবেননি রবিনসন নিজেও

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারত দলে ডাক পেয়ে খুবই ‘স্পেশাল ও অবাস্তব’ লাগছে সুদর্শনের

৬ ঘন্টা আগে
ঘরোয়া ক্রিকেটে রানের মধ্যেই আছেন সাই সুদর্শন, ফাইল ফটো

ট্রেন্ট ব্রিজ টেস্টে ভারতকে প্রথম ইনিংসে ২৭০ রানে অলআউট করেছে ইংল্যান্ড। যেখানে ইংলিশ পেসার অলি রবিনসন একাই নিয়েছেন পাঁচ উইকেট। অথচ তিনি নিজেই ভাবেননি আবারও ইংল্যান্ডের হয়ে মাঠে নামতে পারবেন ডানহাতি এই পেসার।


এর আগে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক রাঙিয়েও আন্তর্জাতিক ক্রিকেটে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছিলেন রবিনসন। তবে সেই নিষেধাজ্ঞা কমে এসেছিল ৮ ম্যাচে। এর মধ্যে ৫ ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে। বাকি তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে আবারও সুযোগ পান ইংলিশ একাদশে।


promotional_ad

নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন, এমনটা নিজেও ভাবেননি রবিনসন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ক্যারিয়ার নিয়ে দ্বিধায় ছিলাম। একটা সময় আমি আমার আইনজীবিদের সাথে কথা বলে বুঝতে পারি, আমি হয়তো দুই বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছি।’


ডানহাতি এই পেসার আরও বলেন, ‘যার ফলে আমার বয়স ত্রিশের মতো হয়ে যাবে এবং আমি হয়তো দলে জায়গা হারাব। এজন্যই আমি ক্যারিয়ার নিয়ে শঙ্কায় ছিলাম। আমি ভেবেছিলাম, হয়তোবা আর কখনও ইংল্যান্ডের হয়ে ফিরতে পারব না।’


নিষেধাজ্ঞা এই সময়টা সহজ ছিল না বলে জানিয়েছেন রবিসন। তিনি দাবি করেন, নিষেধাজ্ঞার সময়টার কয়েকটা সপ্তাহহ সবচেয়ে খারাপ ছিল। রবিনসন বলেন, ‘সময়টা খুবই কঠিন ছিল। সত্যি বলতে আমার জীবনে এই কয়েকটা সপ্তাহ সবচেয়ে খারাপ ছিল। শুধুই আমি না, আমার পরিবারও তা ভোগ করেছে। কিন্তু সৌভাগ্য যে এখন সবই ঠিক হয়ে গেছে।’


৮ ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে এই ইংলিশ ক্রিকেটারকে ৩২০০ পাউন্ড জরিমানাও গুনতে হয়েছে। এদিকে আগামী দুই ব???রের মাঝে আবারও এমন কাণ্ড ঘটালে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা চালু হবে। কার্যকর হওয়া তিন ম্যাচের নিষেধাজ্ঞার মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ও টি-টোয়েন্টি ব্লাস্টের দুটি ম্যাচ এই নিষেধাজ্ঞার অন্তর্ভূক্ত।


তিনি সমালোচিত হয়েছিলেন ৮-৯ বছরের পুরোনো বিতর্কিত টুইটের কারণে। সেসব পুরনো টুইটগুলো ছিল সন্ত্রাসবাদের সঙ্গে মুসলিমদের সম্পৃক্ততার ইঙ্গিত, এশিয়ান বংশোদ্ভূত ও নারীদের প্রতি ছিল অবমাননাকর মন্তব্য।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball