promotional_ad

উইকেট না পেয়েও ৫ উইকেটের কৃতিত্ব পেলেন মুস্তাফিজ

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলমান অস্ট্রেলিয়া সিরিজের শুরু থেকেই কাটার, স্লোয়ার ও সুইংয়ে অজি ব্যাটসম্যানদের হতাশ করে চলেছেন মুস্তাফিজুর রহমান। তৃতীয় টি-টোয়েন্টিতেও এই বাঁহাতি পেসারের কার্পণ্য বোলিংয়ের সুবাদে অজিদের ১০ রানে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। তাই ম্যাচ শেষে মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।


মিরপুরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে শুরুতে ব্যাট করে অজিদের ১২৮ রানের মামুলি লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। ম্যাচ জিততে হলে কাজের কাজ করতে হতো বোলারদের। এমন দিনে ৪ ওভারে মাত্র ৯ রানের কার্যকরী বোলিং উপহার দেন মুস্তাফিজ। আর এতেই ম্যাচ থেকে ছিটকে যায় অজিরা।


promotional_ad

এই ম্যাচে উইকেট না পেলেও বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি। শেষ দুই ওভারে জয়ের জন্য ৬ উইকেট হাতে থাকা অজিদের প্রয়োজন ছিল ২৩ রান। কিন্তু এমন চাপের মুহূর্তে ১৯তম ওভারে বোলিংয়ে এসে মাত্র ১ রান দেন মুস্তাফিজ। ফিজের দুর্দান্ত বোলিংয়ে ওই ওভারে যেন কিছুই করার ছিল না অজি দুই ব্যাটসম্যান ড্যান ক্রিশ্চিয়ান ও অ্যালেক্স ক্যারির।


এর আগে ৬ষ্ট ওভারে নিজের প্রথম স্পেলে বোলিংয়ে এসে ৩ রান দেন কাটার মাস্টার। পরে ১৩তম ওভারে ১ রান ও ১৭তম ওভারে ৪ রান দেন মুস্তাফিজ। এতেই চাপে পড়ে শেষ মেষ আর ম্যাচ জিততে পারেনি সফরকারীরা। তাই ম্যাচ জয়ে ফিজের ভূমিকা অসামান্য বলে উল্লেখ করলেন মাহমুদউল্লাহ।


তিনি বলেন, ‘মোস্তাফিজের আজকের যে স্পেল ছিল, ৫ উেইকেট পেলে যেরকম একটা স্পেল হয় তার চেয়ে কম আমি বলবো না। সেরকম ভ্যালুয়েলবল স্পেল ছিল, বিশেষ করে শেষ ওভারে এসে ১ রান দেওয়া।’


তিনি আরো বলেন, ‘৫ বল ডট করা। ইটস আ লট। আলহামদুল্লিাহ দলের জন্য কাজটা করেছে। সব সময় বিশ্বাস করি সে চ্যাম্পিয়ন ও ওয়াল্ড ক্লাস বোলার। এবং ইনশাআল্লাহ ও আরও ম্যাচ জেতাবে ও সার্ভিস দেবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball