promotional_ad

এই পিচে রান করাটা কঠিন ছিলঃ মাহমুদউল্লাহ

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথম দুই টি-টোয়েন্টি জিতে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়েছিল বাংলাদেশ। আর ছয় আগষ্ট তৃতীয় টি-টোয়েন্টিতে ১০ রানে জিতে অজিদের বিপক্ষে প্রথম বারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজ নিজেদের ঘরে তুলল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তুলে টাইগাররা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা মামুলি মনে হলেও মিরপুরের স্লো পিচে রান করাটা ছিল বেশ কঠিন কাজ। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের মতে এটা ১৫০ রান করার মতো উইকেট না।


বৃষ্টির কারণে এক ঘন্টা দেরিতে শুরু হওয়া এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র তিন রান তুলে তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন দুই ওপেনার। মিডল অর্ডারে সাকিবের ২৬ আর রিয়াদের ম্যাচ সেরা ৫২ রানে শেষ পর্যন্ত লড়াই করার মতো পুঁজি পায় স্বাগতিকরা।


promotional_ad

মিরপুরের এই পিচে রান করাটা সহজ ছিল না ব্যাটসম্যানদের জন্য। অধিনায়ক মাহমুদউল্লাহ এ প্রসঙ্গে বলেন, ‘আমি মনে করি এটা ১৫০ এর উইকেট না। যখন আমি আর সাকিব ব্যাট করছিলাম, তখন আমরা ভাবছিলাম যে কোনো একজনকে ১৬ বা ১৭ ওভার পর্যন্ত যেতে হবে। একজন সেট ব্যাটসম্যান সেই পর্যন্ত থাকতে হতো। নতুন কারও জন্য সেটা কঠিন ছিল। তারা দারুণ বোলিং করেছে।’


দল হিসেবে খেলেই অজিদের বিপক্ষে জয় পেয়েছে টাইগাররা। দলে অভিজ্ঞ সাকিব, রিয়াদ, মুস্তাফিজদের পাশাপাশি অবদান রেখেছেন তরুণ আফিফ, শরীফুলরাও। এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘আমার মতে ছেলেরা গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে ওঠেছে। আজকে তারা যেভাবে লড়াই করেছে তা দেখতে অবিশ্বাস্য ছিল।’


বোলিংয়ে বাংলাদেশের শুরুটা সিরিজের প্রথম দুই ম্যাচের মতোই ছিল দুর্দান্ত। দ্বিতীয় ওভারেই অজি কাপ্তান ম্যাথু ওয়েডকে ফিরিয়ে শুরুটা করেন নাসুম আহম্মেদ। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারালেও ছয় ওভার শেষে মাত্র ২০ রান তুলতে পারে অস্ট্রেলিয়া। যা অজিদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত বিশ ওভার শেষে চার উইকেট হারিয়ে মাত্র ১১৭ রান তুলতে পারে অস্ট্রেলিয়া। আর এতেই ১০ রানের জয় পায় বাংলাদেশ। যেখানে ফিজের চার ওভার থেকে অজিরা তুলতে পেরেছে মাত্র ৯ রান।


শর্তের ঝুপড়ি খুলে বাংলাদেশ সফরে আসা অজিদের বিপক্ষে প্রথম তিন ম্যাচে টানা জয়। টাইগার ডেরায় একেবারে লেজে-গোবরে অবস্থা ক্রিকেট মোড়লদের। দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশের এখন লক্ষ্য বাংলাওয়াশের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball