promotional_ad

ইংল্যান্ডে টেস্ট জেতা যেকোনো সিরিজ জয়ের সমান: কোহলি

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী ৪ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারত। প্রথমবারের মতো অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছে বিরাট কোহলির দল। ইংল্যান্ডের বিপক্ষে তাদের এই সিরিজটি হতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের অংশ।


৫ ম্যাচের এই টেস্ট সিরিজটি ইংল্যান্ডের মাটিতে যে সহজ হতে যাচ্ছে না তা জানা আছে ভারতের অধিনায়ক কোহলির। তিনি তাই মনে করছেন, ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে জয় পাওয়া বিশ্বের যে কোন স্থানে জয় পাওয়ার সমান।


promotional_ad

কোহলি বলেন, 'আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এখানে টেস্ট জয়ের অর্থ হচ্ছে বিশ্বের যে কোন কোথাও টেস্ট সিরিজ জয়ের সমান। আমার জন্য, এই জিনিসগুলি আমার ক্যারিয়ারের উপাখ্যান বা মাইলফলক নয়। ভারতীয় ক্রিকেটের জন্য এটি একটি বিশাল বিষয় হবে।'


তিনি আরো বলেন, 'কিন্তু এই সংস্কৃতি আমার কাছে অধিক প্রিয়। আমি আমার সামর্থ্য অনুযায়ী সবকিছু করব। এমনকি যদি আমরা একটি টেস্ট ম্যাচ হেরে যাই তবুও আমি চাইবো পরের ম্যাচে ঘুরে দাড়াতে। আত্মসমর্পণ না করে একটি টেস্ট ম্যাচ বাঁচাতে।'


এই ৫ ম্যাচের টেস্ট সিরিজের জন্য কোহলি ও তার দল প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। আর ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের জন্য যথেষ্ট উন্মাদনা এবং শ্রেষ্ঠত্বের সাধনা প্রয়োজন বলেও সনে করেন তিনি। তবে যে কোন ধরণের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকার জন্যও বলেছেন কোহলি।


এ প্রসঙ্গে তিনি বলেন, 'পাঁচ টেস্টের একটি সিরিজের জন্য প্রতিদিন নিরলস উন্মাদনা এবং শ্রেষ্ঠত্বের সাধনা প্রয়োজন। আমি কঠোর পরিশ্রম করতে চাই এবং আমি এমন পরিস্থিতিতে পেতে চাই যা প্রতিদিন প্রতিটি টেস্ট ম্যাচকে কঠিন করে তুলবে। আপনাকে সেই কাজের চাপ সামলানোর জন্য প্রস্তুত থাকতে হবে।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball