promotional_ad

খেলার থেকেও গুরুত্বপূর্ণ মানসিক সুস্থতা: পোপ

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, ফিরলেন স্টোকস

২১ মে ২৫
লম্বা সময় পর মাঠে ফিরলেন বেন স্টোকস, ফাইল ফটো

মানসিক সুস্থতার জন্য সম্প্রতি সবধরণের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতির ঘোষণা দিয়েছেন বেন স্টোকস। তার এই সিদ্ধান্তকে তখনই সমর্থন দিয়েছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার তারই সতীর্থ ওলি পোপ এই সিদ্ধান্তকে সমর্থন করে বললেন, মানসিক সুস্থতা খেলার থেকেও বেশি গুরুত্বপূর্ণ।


ক্রিকেট ব্যাট-বলের খেলা হলেও এর সঙ্গে মানসিক ব্যাপারগুলো অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। করোনাকালে এই বিষয়টি আরো জটিল হয়ে উঠেছে। এখন কোন সিরিজ খেলতে হলে ক্রিকেটারদের পালন করতে হয় নির্দিষ্ট সময়সীমার কোয়ারেন্টাইন।


পরিবার ছেড়ে জৈব সুরক্ষা বলয়ে বন্দী থাকতে হয় মাসের পর মাস। যা ক্রিকেটারদের মানসিক সুস্থতার জন্য হুমকি হয়ে দাড়ায়। যার প্রথম বলি হলেন, স্টোকস। মানসিক স্বাস্থ্যের সঙ্গে আর পেরে উঠতে না পারায় ক্রিকেট থেকে তার এই নির্বাসনের সিদ্ধান্ত।


promotional_ad

স্টোকসের সিদ্ধান্তের ব্যাপারে পোপ বলেন, 'আমরা দল এবং বোর্ড তাকে ১০০ ভাগ সমর্থন দিচ্ছি। একই সঙ্গে আশা করি ও যত দ্রুত সম্ভব পারে আবারো ইংল্যান্ডের জার্সি গায়ে ফিরে আসবে। কিন্তু আমি মনে করি মানসিকভাবে সুস্থ থাকা খেলার থেকেও বেশি গুরুত্বপূর্ণ।'


এদিকে আগামী ৪ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ৫ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন স্টোকস। গুরুত্বপূর্ণ এই সিরিজে স্টোকসের অনুপস্থিতি ইংলিশদের জন্য চরম ক্ষতির বলেও মনে করেন পোপ।


তিনি বলেন, 'স্টোকস আমাদের দলের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম। সে বিশ্বের সেরা অলরাউন্ডার। সুতরাং আপনি তার শূন্যতা সবসময়ই অনুভব করবেন যদি সে না খেলে। আমরা তার এই সিদ্ধান্তের সঙ্গে সম্পূর্ণ এক মত। আমি আশা যে সে যত দ্রুত সম্ভব ফিরে আসবে।'


তিনি আরো বলেন, 'আমরা একটা জাতি হিসেবে এবং পুরো বিশ্ব জানি যে স্টোকস সত্যিকারের একজন যোদ্ধা। কিন্তু এটা একটি বার্তা আমাদের জন্য যে ক্রিকেটের ক্ষেত্রে মানসিক সুস্থতা কতটা গুরুত্বপূর্ণ। আর এই জৈব সুরক্ষা বলয়ে পরিবার ছাড়া বন্দী থাকা আরো জটিল করে তুলেছে।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball