promotional_ad

এবারের অ্যাশেজ নিয়ে ভনের শঙ্কা

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি বছরের ডিসেম্বরে মর্যাদার অ্যাশেজ সিরিজের লড়াইয়ে নামার কথা রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। যা চলবে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত। অন্যান্য সময় পরিবার নিয়ে সফর করতে পারলেও এবারের অ্যাশেজে পরিবার নিয়ে যেতে পারছে না ইংল্যান্ডের ক্রিকেটাররা।


তাতে করোনাকালীন অস্ট্রেলিয়ার কঠোর বিধিনিষেধের কারণে পরিবারের সঙ্গে বড়দিন পালন করা হচ্ছে না জো রুটদের। কিন্তু পরিবার ছাড়া অ্যাশেজ খেলতে যেতে নারাজ ইংলিশ ক্রিকেটাররা! যার ফলে মাইকেল ভনের দাবি, এমনটা হলে এক বছর পিছিয়ে যেতে পারে অ্যাশেজ।


promotional_ad

এ প্রসঙ্গে ভন লিখেছেন, 'যদি এই সমস্যার দ্রুত সমাধান না হয় এবং ইংল্যান্ডের ক্রিকেটাররা তাঁদের পরিবারসহ অস্ট্রেলিয়ায় যাওয়ার অনুমতি না পায়, সে ক্ষেত্রে অ্যাশেজ কিন্তু প্রায় এক বছর পিছিয়ে যাবে।’


কোন ক্রমে অ্যাশেজ যদি পিছিয়ে না যায় সেক্ষেত্রে ইংল্যান্ড দ্বিতীয় সারির দল খেলাতে পারে বলে আশঙ্কা করছেন ভন। এমনটা হলে এটি প্রহসনের সিরিজ হতে পারে বলে দাবি তাঁর। সেই সঙ্গে ভন মনে করেন, অ্যাশেজে সেরার সঙ্গে সেরার লড়াই হওয়া উচিত।


ভন বলেন, 'যদি সেটাও না হয়, তা হলে ইংল্যান্ডের দুর্বল দলের বিরুদ্ধে এটা প্রহসনের সিরিজ হয়ে উঠবে। কিন্তু অ্যাশেজে সব সময়েই সেরার সঙ্গে সেরার লড়াই হওয়া উচিত।’


আগামী ৮ ডিসেম্বর মাঠে গড়াবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। যা শেষ হবে ১৮ জানুয়ারি। সিরিজটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball