promotional_ad

অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না ব্যাটিং কোচ প্রিন্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সিমন্স-মুশতাকের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি বাড়াচ্ছে বিসিবি

১০ ঘন্টা আগে
ফিল সিমন্স ও মুশতাক আহমেদ, বিসিবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে এই বিষয়টি নিশ্চিত করেছে।


মূলত দক্ষিণ আফ্রিকা 'এ' দলের সঙ্গে হিসেব নিকেশ শেষ করতেই নিজ দেশে যাচ্ছেন তিনি। এর ফলে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছুটি চেয়েছেন বাংলাদেশ দলের এই ব্যাটিং কোচ।


অস্ট্রেলিয়া সিরিজে প্রিন্স না থাকায় ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। এর আগে ব্যাটিং কোচ না থাকায় বেশ কয়েকটি সিরিজে তাকে বাড়তি এই দায়িত্ব পালন করতে হয়েছে।



promotional_ad

কেবলমাত্র জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে অ্যাশওয়েল প্রিন্সকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য শেষ হওয়া সিরিজে তার অধীনে নিজেদের সেরাটা দিয়েছেন সৌম্য-মাহমুদউল্লাহরা।


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ শর্টের, বদলি কনোলি

১৬ ঘন্টা আগে
কুপার কনোলি (বামে) ও ম্যাথু শর্ট (ডানে), ফাইল ফটো

তাই দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যানকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রেখে দিতে চাইছে বিসিবি। সেই চুক্তি চূড়ান্ত না হলেও অস্ট্রেলিয়া সিরিজে তাকে পাবার ব্যাপারে আশাবাদী ছিল বাংলাদেশ। 


প্রিন্সকে নিয়োগ দেওয়ার পর জিম্বাবুয়ে সফরে ব্যাটিংয়ে দুর্দান্ত সাফল্য পায় বাংলাদেশ। একমাত্র টেস্টে ২১৮ রানের বিশাল ব্যবধানে জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে টাইগাররা।


এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টিতে দাপটের সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।খেলোয়াড়ি জীবনে ২০০২ সাল থেকে ২০১১ পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে মোট ১১৯ ম্যাচ খেলেছেন প্রিন্স।



পরবর্তীতে কয়েক মৌসুম ঘরোয়া লিগ খেলেছেন তিনি। এরপর খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিংয়ে মনোনিবেশ করেন তিনি। বাংলাদেশ দলের আগে স্বদেশী ঘরোয়া লিগের কেপ কোবরাসের কোচ হিসেবে কাজ করেছেন প্রিন্স। 


এ ছাড়া দক্ষিণ ??ফ্রিকার এ দলের ব্যাটিং পরামর্শক এবং অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ৪৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার। বাংলাদেশের কোচিং টিমে তিন দক্ষিণ আফ্রিকানের একজন প্রিন্স।


প্রধান কোচ স্বদেশী রাসেল ডোমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুককে সঙ্গী হিসেবে পেয়েছেন তিনি। মূলত জিম্বাবুয়েতে অনবদ্য এক সফরের পর প্রিন্সকে আর হাতছাড়া করতে চাইছে না বিসিবি। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত পিন্সকে নিজেদের ডেরায় রাখতে আশাবাদী সংস্থাটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball