promotional_ad

ওয়েস্ট ইন্ডিজের মতো সুবিধা পাওয়া যাবে না বাংলাদেশে, জানেন হ্যাজেলউড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চূড়ান্ত হয়েছে অস্ট্রেলিয়ার দলের বাংলাদেশ সফর। সবকিছু ঠিক থাকলে ২৯ জুলাই বাংলাদেশে পা রাখবে অজিরা। এরপর তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। আর সিরিজ চলাকালীন শুধু হোটেল এবং ক্রিকেট মাঠেই যেতে পারবেন মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউডরা।


এই মুহূর্তে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে অস্ট্রেলিয়া। সেখান থেকেই চার্টাড ফ্লাইটে বাংলাদেশে আসবে দলটি। তবে আসার পর যে এখানে জৈব সুরক্ষা বলয়ে বাড়তি সুবিধা পাওয়া যাবে না তা ভালো করেই জানেন হ্যাজেলউড।


উইন্ডিজ সিরিজে অজি ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে থেকেও সমুদ্রে যাওয়ার সুযোগ পেয়েছেন। পাশাপাশি বিনোদনের জন্য গলফ মাঠেও যেতে বাঁধা ছিল না। কিন্তু বাংলাদেশে এই সুবিধা পাবে না অজি ক্রিকেটাররা। তবে সফরটি ছোট হওয়ায় এ নিয়ে অসুবিধা নেই তাদের।


promotional_ad

সূচি এখনও চূড়ান্ত না হলেও ২ আগস্ট মাঠে গড়াতে পারে প্রথম টি-টোয়েন্টি। এরপর ৩, ৫, ৭, এবং ৮ আগস্ট হতে পারে বাকি ম্যাচগুলো। ৫টি টি-টোয়েন্টি হবে এক ভেন্যুতে, মিরপুর শের এ বাংলা জাতীয় স্টেডিয়ামে।


বাংলাদেশ সফর নিয়ে অস্ট্রেলিয়ার গণমাধ্যমে হ্যাজেলউড বলেন, 'বাংলাদেশ সফর কেমন হতে পারে তা নিয়ে আমাদের বেশ কয়েকবার বৈঠক হয়েছে। যতদূর শুনেছি সেখানে জৈব সুরক্ষা বলয়ে অনেক বিধিনিষেধ থাকবে।'


'আমার মনে হয় শুধু হোটেল এবং মাঠ এই দুই জায়গায়ই যাওয়া যাবে। আমরা এর আগেও এমন বলয়ে থেকেছি, অভ্যাস আছে। তবে ভালো দিক হচ্ছে সফরটি ছোট। তাই বাড়তি কোন ঝামেলা হবে না, সফর দ্রুত শেষ হবে এবং আমরা বাড়ি ফিরব' যোগ করেন তিনি।


ওয়েস্ট ইন্ডিজ এবং বাকি দেশগুলোর জৈব সুরক্ষা বলয়ের পার্থক্য দিতে গিয়ে হ্যাজেলউড বলেন, 'সেন্ট লুসিয়াতে হোটেলের বাইরে যাওয়ার সুযোগ আছে, সমুদ্রে যাওয়া যায় বা গলফ মাঠেও যাওয়ার সুযোগ আছে।'


'বার্বাডোসেও সমুদ্রে যাওয়া যায়। বাকি সব দেশের তুলনায় এখানের বলয়টা একটু ভিন্ন। আমরা ক্রিকেট থেকে দূরে থাকাকালীন কিছুটা হলেও উপভোগ করতে পারছি' আরও যোগ করেন অস্ট্রেলিয়ার এই পেসার। 


বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার প্রাথমিক দল: অ্যারন ফিঞ্চ, অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, প্যাট কামিন্স, নাথান অ্যালিস, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ময়জেস হেনরিকস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাক ডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, কেন রিচার্ডসন, ঝাই রিচার্ডসন, তানভীর সাঙ্গা, ডি আর্কি শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball